রাত পোহালেই সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা কীভাবে শুরু করলেন প্রিয়াঙ্কা সরকার?

রণজিৎ দে |

Feb 15, 2021 | 8:08 PM

রাত পোহালেই সরস্বতী পুজো। কিন্তু প্রিয়াঙ্কা সরকার বাগ দেবীর আরাধনা গতকাল থেকেই শুরু করে দিয়েছেন। না,ফিতে কেটে নয় বা কোনও মণ্ডপে গ্ল্যামারাস উপস্থিতি দিয়েও নয়। একেবারে অন্য ভাবে, অন্য ভাবনায় সরস্বতী পুজোর সূচনা করলেন তিনি।

রাত পোহালেই সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনা কীভাবে শুরু করলেন প্রিয়াঙ্কা সরকার?
প্রিয়াঙ্কা সরকার

Follow Us

রাত পোহালেই সরস্বতী পুজো। কিন্তু প্রিয়াঙ্কা সরকার বাগ দেবীর আরাধনা গতকাল থেকেই শুরু করে দিয়েছেন। না,ফিতে কেটে নয় বা কোনও মণ্ডপে গ্ল্যামারাস উপস্থিতি দিয়েও নয়। একেবারে অন্য ভাবে, অন্য ভাবনায় সরস্বতী পুজোর সূচনা করলেন তিনি। মূর্তি পুজো নয়, পথশিশুদের হাতে লেখাপড়ার সরঞ্জাম তুলে দিয়ে বাগদেবীর আরাধনা করলেন প্রিয়াঙ্কা।

প্রতি বছর মামার বাড়িতে সরস্বতী পুজো কাটে প্রিয়াঙ্কার। এবারেও তাই কাটবে। কিন্তু এবছর সরস্বতী পুজোর সূচনা একেবারে অন্যরকম ভাবে করলেন তিনি। বরাহনগর এলাকার ‘হাসি খুশি ক্লাব’ ১০১ জন পথশিশুদের হাতে লেখাপড়ার সরঞ্জাম তুলে দিলেন প্রিয়াঙ্কা। লেখাপড়ার সরঞ্জামের মধ্যে বই,খাতা,পেন,পেন্সিল,জামা,ব্যাগ সব কিছুই ছিল। পথশিশুদের জন্য ‘এটুকু’ করতে পেরে খুশি প্রিয়াঙ্কা। তিনি বলেন “ এই ছোট ছোট বাচ্চাদের হাতে লেখাপড়ার সরঞ্জাম তুলে দিয়ে আমার সরস্বতী পুজোর সূচনা হল। এর থেকে ভাল বাগদেবীর আরাধনা আর কীভাবেই বা হতে পারে!”

প্রিয়াঙ্কার ‘বাগদেবীর আরাধনা’

প্রিয়াঙ্কা এই মুহূর্তে ‘কলকাতার হ্যারি’র শুটিং শেষ করলেন। অভিনেতা সোহম এই ছবির প্রযোজক। তিনি এই ছবিতে অভিনয়ও করেছেন। এই অভিনব উদ্যোগে প্রিয়াঙ্কার সঙ্গে ‘কলকাতার হ্যারি’র টিমও ছিল। প্রিয়াঙ্কার ‘হ্যালো ৩’ ওয়েব সিরিজটি সম্প্রতি মুক্তি পেয়েছে।

আরও পড়ুন :পায়েলের জীবনে বড় খবর, নিজেই শেয়ার করলেন অভিনেত্রী

Next Article