এবার দুর্গারূপে শ্বেতা তাক লাগিয়ে দিলেন, কোথায় দুর্গা হচ্ছেন তিনি?
লক্ষণীয় শ্বেতার ঝুলিতে সুপারহিট বাংলা ধারাবাহিকের সংখ্যা অনেক। আবার 'প্রজাপতি' ছবিতে সুপারস্টার দেবের নায়িকা হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। অভিনেতা রুবেল দাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন শ্বেতা। 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকের কাজ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত। তারই ফাঁকে সময় বের করে দুর্গারূপে এই অনুষ্ঠান করতে পেরে নিজেও উচ্ছ্বসিত শ্বেতা।

মা দুর্গার আগমনের আর ৯০ দিনও বাকি নেই। মহালয়ার দিনে বিভিন্ন বিনোদন চ্যানেলে মা দুর্গারূপে দেখা যায় বাংলার প্রথম সারির নায়িকাদের। এবার কোন নায়িকাদের মহিষাসুরমর্দ্দিনীর অংশ হতে দেখা যাবে জানেন? প্রথম খবর এলো, এই বছর দুর্গারূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে।
‘টেলি দুর্গা প্রোডাকশনস’ বরাবর টেলিভিশনের নানা শিল্পীদের নিয়ে বিভিন্ন বিনোদনমূলক কাজ করেছে। ২০২১ সালে প্রথম আয়োজন করা হয় ‘আগমনী আড্ডা’। অনুষ্ঠানে অংশ নেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, পায়েল দে, মালবিকা সেনের মতো শিল্পীরা। ২০২৩-এ আগমনী আড্ডা আয়োজিত হয়েছিল সোনামণি সাহা, দিব্যজ্যোতি দত্ত, সুদীপ মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের নিয়ে। ২০২৪-এ ‘টেলি দুর্গা প্রোডাকশনস’ নিয়ে আসে তাদের প্রথম পুরাণভিত্তিক কাজ ‘মহিষাসুরমর্দ্দিনী’। দুর্গারূপে দেখা গিয়েছিল আরাত্রিকা মাইতিকে। আরাত্রিকার পর এবার মুখ বদল হচ্ছে। দুর্গারূপে এই অনুষ্ঠান আলোকিত করবেন শ্বেতা ভট্টাচার্য। দেবীর বিভিন্নরূপে দেখা যাবে তাঁকে এখানে। চিরাচরিত মহিষাসুরমর্দ্দিনীর আখ্যানই উঠে আসবে অনুষ্ঠানে। তবে চমক আরও থাকবে। কী-কী চমক থাকবে, সেটা জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। শ্বেতাকে দুর্গারূপে কেমন দেখতে লাগছে, তার ঝলক প্রথম এসেছে TV9 বাংলার কাছে।
লক্ষণীয় শ্বেতার ঝুলিতে সুপারহিট বাংলা ধারাবাহিকের সংখ্যা অনেক। আবার ‘প্রজাপতি’ ছবিতে সুপারস্টার দেবের নায়িকা হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। অভিনেতা রুবেল দাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন শ্বেতা। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের কাজ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত। তারই ফাঁকে সময় বের করে দুর্গারূপে এই অনুষ্ঠান করতে পেরে নিজেও উচ্ছ্বসিত শ্বেতা।
