অক্টোবরে মুক্তি ‘বাহুবলী’-র, কত ঘণ্টা ধরে ছবি দেখতে হবে?
এসএস রাজামৌলী পরিচালিত 'বাহুবলী' আবার মুক্তি পাবে, সেই ঘোষণা করে দেওয়া হয়েছে। 'বাহুবলী' মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। তারপর থেকেই প্রভাস অভিনীত এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে। 'বাহুবলী' মুক্তির সময়ে দর্শকরা বুঝে গিয়েছিলেন কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে দেখতে হবে 'বাহুবলী টু'।

এসএস রাজামৌলী পরিচালিত ‘বাহুবলী’ আবার মুক্তি পাবে, সেই ঘোষণা করে দেওয়া হয়েছে। ‘বাহুবলী’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। তারপর থেকেই প্রভাস অভিনীত এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে। ‘বাহুবলী’ মুক্তির সময়ে দর্শকরা বুঝে গিয়েছিলেন কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে দেখতে হবে ‘বাহুবলী টু’। কয়েক বছর পর মুক্তি পায় দ্বিতীয় ভাগ। প্রথম ভাগ যত ব্যবসা করেছিল, দ্বিতীয় ভাগের ব্যবসা ছিল আরও বেশি। এরপর বোঝা যায়, এই ফ্র্যাঞ্চাইজি ভারতীয় ছবির অন্যতম সফল দুই ভাগ, বাণিজ্যে যে ছবিকে টপকে যাওয়া খুব কঠিন।
কিন্তু ছবির প্রথম অংশ দেখতে দর্শককে তিন ঘণ্টার উপর ব্যয় করতে হয়েছিল। ছবির দ্বিতীয় অংশের ক্ষেত্রেও সেটা হয়েছিল। এই পরিস্থিতিতে অক্টোবর ৩১-এ বাহুবলীর মুক্তি নিয়ে দর্শকরা প্রশ্ন করেছেন, কত ঘণ্টা ধরে এই ছবি দেখতে হবে? একজন দর্শক মজা করে লিখেছেন, ”সিনেমা হলে ছ’ ঘণ্টা বসে থাকার কাজটা মোটেই সহজ নয়।”
এরকম অনেকেই লেখার পর ছবির টুইটার হ্যান্ডেল থেকে একটা মজার উত্তর দেওয়া হয়েছে। বলা হয়েছে, মোটামুটি যে সময় ধরে একটা আইপিএল ম্যাচ দেখতে হয়, সেটুকু সময় ব্যয় করতে হবে। এর থেকে অনুরাগীদের আন্দাজ সাড়ে তিন ঘণ্টার কাছাকাছি সময় ধরে হয়তো ছবিটা দেখতে হবে। যদিও এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও নির্মাতাদের তরফে। প্রভাস, অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়ার এই ছবি ঘিরে এখনও দর্শকের মধ্যে উন্মাদনা আছে কিনা, সেটা পরখ করার পালা অক্টোবরে।
