প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কত নম্বর পেয়েছিলেন মাধ্যমিকে, পাশ না ফেল? বুম্বাদা বলেছেন, ‘পড়াশোনাটা আমার…’

Prosenjit Chatterjee: আজ ২ মে, মাধ্যমিকের রেজ়াল্ট বেরনোর দিন। রাজ্যের ছেলেমেয়েরা সকাল থেকেই উৎকণ্ঠায় ছিল। জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশ। সিনেমার পর্দায় বরাবর স্টার নম্বর পাওয়া প্রসেনজিৎ জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন? কত নম্বর পেয়েছিলেন মাধ্যমিকে, জানেন? সেই উত্তর প্রসেনজিৎ দিয়েছিলেন TV9 বাংলাকে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কত নম্বর পেয়েছিলেন মাধ্যমিকে, পাশ না ফেল? বুম্বাদা বলেছেন, 'পড়াশোনাটা আমার...'
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
Follow Us:
| Updated on: May 02, 2024 | 11:32 AM

উত্তমকুমারের যুগ থেকে শুরু করে আজ ঋদ্ধি সেনদের যুগ পর্যন্ত–একজনের নাম কিন্তু থেকেই গেল। তিনি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উত্তম পরবর্তীযুগের ইন্ডাস্ট্রি এই মানুষটাই। মহানায়কের হাত থেকে ব্যাটন তুলে নিয়েছেন নিজের হাতে। এক নম্বর জায়গা থেকে কেউ তাঁকে সরাতেই পারেননি। বাবা বিখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন প্রসেনজিৎ। কিন্তু তাঁর মধ্যে স্ট্রাগল করার, নিজেকে প্রমাণ করার একটা বিষয় ছিলই। বাবার প্রযোজিত-অভিনীত ছবি ‘ছোট্ট জিজ্ঞাসা’-এ প্রথম আত্মপ্রকাশ বছর চারের বুম্বার (প্রসেনজিতের ডাক নাম)। অভিনয়কে সম্বল করে এগিয়ে গিয়েছেন এই মানুষটা। ইন্ডাস্ট্রির কীভাবে ভাল হবে, কী করলে বাংলা ছবির কদর বাড়বে, তা নিয়ে আজও দিনরাত খেটে চলেছেন প্রসেনজিৎ। এ সব করতে গিয়ে লেখাপড়াকে অবহেলাও করেননি কোনওদিন।

আজ ২ মে, মাধ্যমিকের রেজ়াল্ট বেরনোর দিন। রাজ্যের ছেলেমেয়েরা সকাল থেকেই উৎকণ্ঠায় ছিল। জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশ। সিনেমার পর্দায় বরাবর স্টার নম্বর পাওয়া প্রসেনজিৎ জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন? কত নম্বর পেয়েছিলেন মাধ্যমিকে, জানেন? সেই উত্তর প্রসেনজিৎ দিয়েছিলেন TV9 বাংলাকে।

এই খবরটিও পড়ুন

প্রসেনজিৎ বলেছিলেন, “সিনেমা বাড়ির ছেলে আমি। সারাক্ষণই বাড়ির মধ্যে সিনেমা নিয়েই চর্চা এবং আলোচনা চলত। আমি কিন্তু লেখাপড়ায় ভাল ছিলাম। ভাল নম্বর পেয়েছিলাম পরীক্ষায়। ৬০ শতাংশের একটু বেশি নম্বর পেয়েছিলাম।” প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ১৯৭৭-৭৮ সাল নাগাদ। সেই সময় মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেলেই চারপাশের লোকজন ধন্যি-ধন্যি করত। সেই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট ডিভিশন নম্বর পেয়েছিলেন প্রসেনজিৎ।