AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কোনও কাজই ছোট নয়’, পরিচারিকারা বললেন ‘আপিস’ দেখে বেরিয়ে

এদিন পরিচারিকারা অনেকে তাঁদের সন্তানদের সঙ্গে নিয়েই এসেছিলেন। কেউ এসেছিলেন বাড়ির অন্য কাউকে নিয়ে। সকলে মিলে ছবি দেখার পর তাঁরা দেখা করলেন পরিচালকদ্বয়ের সঙ্গে। ছবি তুললেন সন্দীপ্তা-সুদীপ্তার সঙ্গে। ছবিটা দেখে তাঁদের বেশ ভালো লেগেছে, সে কথা জানানোর পাশাপাশি, অনেকটা আত্মবিশ্বাস নিয়ে আগামী দিনে কাজ করবেন তাঁরা, তেমনই অঙ্গীকারবদ্ধ হলেন।

'কোনও কাজই ছোট নয়', পরিচারিকারা বললেন 'আপিস' দেখে বেরিয়ে
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2025 | 7:46 AM

মুক্তি পেয়েছে সুদেষ্ণা রায় আর অভিজিত্‍ গুহ পরিচালিত ছবি ‘আপিস’। ছবিতে সন্দীপ্তা সেন এমন একজন চরিত্রে রয়েছেন যে বাইরের দুনিয়ায় কাজ করছে। বাড়ির কাজ সামলাতে অবশ্য তার হিমশিম অবস্থা হতো একজন ভালো পরিচারিকার সাহায্য ছাড়া। এমনই এক পরিচারিকার চরিত্রে দেখা যাচ্ছে সুদীপ্তা চক্রবর্তীকে। এর আগে ‘বাড়িওয়ালি’ ছবিতে সুদীপ্তা একজন পরিচারিকার চরিত্র করে ভীষণই প্রশংসা পেয়েছিলেন। জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী সেই ছবির হাত ধরে। ‘আপিস’ ছবিতে সন্দীপ্তা আর সুদীপ্তা দু’ জনের কাজই প্রশংসা পাচ্ছে।

সম্প্রতি শহরের এক মাল্টিপ্লেক্সে এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন কিছু এমন নারী, যাঁরা পরিচারিকা হিসাবে কাজ করেন। ছবি দেখে বেরিয়ে একজন বললেন, ”কোনও কাজ ছোট নয়। মেয়েদের আর্থিক স্বাধীনতা খুব জরুরি। যিনি যেরকম কাজ করতে সক্ষম, তাঁর সেই কাজই করা উচিত। যিনি কারও বাড়িতে বিভিন্ন কাজে সাহায্য করে টাকা পাচ্ছেন, সেটা করলেও ভালো।”

আর একজন পরিচারিকার বক্তব্য, ”আমরা যে ছেলে-মেয়েদের বড় করছি, তাঁদের অনেক সময়ে অর্থের প্রয়োজন হয়। নিজে উপার্জন করলে সেটা দিতে পারি। আবার বাবা-মাকে দেখার জন্যও অর্থের প্রয়োজন। যতটুকু সামর্থ সেই অনুযায়ী করি।” এদিন পরিচারিকারা অনেকে তাঁদের সন্তানদের সঙ্গে নিয়েই এসেছিলেন। কেউ এসেছিলেন বাড়ির অন্য কাউকে নিয়ে। সকলে মিলে ছবি দেখার পর তাঁরা দেখা করলেন পরিচালকদ্বয়ের সঙ্গে। ছবি তুললেন সন্দীপ্তা-সুদীপ্তার সঙ্গে। ছবিটা দেখে তাঁদের বেশ ভালো লেগেছে, সে কথা জানানোর পাশাপাশি, অনেকটা আত্মবিশ্বাস নিয়ে আগামী দিনে কাজ করবেন তাঁরা, তেমনই অঙ্গীকারবদ্ধ হলেন।