AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যেটা এতদিন দেখেছেন সেটা নয়! এবার নতুন ক্লাইম্যাক্স নিয়ে মুক্তি পাচ্ছে ‘শোলে’, জানেন কী রয়েছে ছবির শেষে?

রমেশ সিপ্পির শোলে ছবি সাতের দশকে দেখিয়ে দিয়েছিল, সিনেপর্দায় ম্যাজিক কাকে বলে, বলিউডের মশালা ছবির কালজয়ী উদাহরণ হয়ে যায় শোলে। ভারতীয় চলচ্চিত্রের মাইলস্টোন। হলিউড ধাঁচে তৈরি এই মেলড্রামা-অ্যাকশন ছবি ভারতীয় সিনেমাকে নতুন ভাষা দিয়েছিল।

যেটা এতদিন দেখেছেন সেটা নয়! এবার নতুন ক্লাইম্যাক্স নিয়ে মুক্তি পাচ্ছে 'শোলে', জানেন কী রয়েছে ছবির শেষে?
| Updated on: Nov 16, 2025 | 6:12 PM
Share

‘কিতনে আদমি থে’… ‘ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর’… ‘অংরেজ কি জমানে কে জেলার হ্য়ায়’… ‘চল ধন্নো’… ‘বসন্তী ইস কুত্তেকে সামনে মত নাচ না!’ একের পর এক বোম্বাস্টিক সংলাপ। মারাকাটারি অ্য়াকশন, দুরন্ত প্রেম, জটিল সম্পর্ক থেকে ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে। রমেশ সিপ্পির শোলে ছবি সাতের দশকে দেখিয়ে দিয়েছিল, সিনেপর্দায় ম্যাজিক কাকে বলে, বলিউডের মশালা ছবির কালজয়ী উদাহরণ হয়ে যায় শোলে। ভারতীয় চলচ্চিত্রের মাইলস্টোন। হলিউড ধাঁচে তৈরি এই মেলড্রামা-অ্যাকশন ছবি ভারতীয় সিনেমাকে নতুন ভাষা দিয়েছিল। কিন্তু জানেন কি ১৯৭৫ সালে যখন ছবিটি প্রথম মুক্তি পায়, বক্স অফিসে ঝড় নয় বরং মাছি উড়েছিল। তারপর ছবিটি ধীরে ধীরে, মানুষের মুখে মুখে প্রচার পায়। আর এখন হয়তো খুব কমই সিনেপ্রেমী রয়েছেন, যাঁরা শোলে ছবিটি দেখেননি। আট থেকে আশি এখনও শোলে দেখলে, জয়-বীরু, গব্বর সিং-ঠাকুর, কিংবা বসন্তীত বুঁদ হয়ে যান। সেই ছবি ৫০ পূর্ণ করতে চলেছে আর সেই উপলক্ষ্যেই ফের সিনেমা হলে মুক্তি পাচ্ছে শোলে। তবে এখানেই কাহিনিতে রয়েছে টুইস্ট। এতদিন ধরে যে শোলে দেখে সিনেপ্রেমীরা অভ্যস্ত, সেই শোলে কিন্তু দেখা যাবে না। বরং ক্লাইম্যাক্সেই রয়েছে চমক!

বিষয়টা একটু বিশদে বলা যাক। ১৯৭৫ সালে যখন শোলে ছবিটি সেন্সর সার্টিফিকেটের জন্য সিবিএফসির কাছে পাঠানো হয়। তখন ছবির ক্লাইম্য়াক্স নিয়ে আপত্তি তোলে সেন্সরকর্তারা। দ্রুত ছবির টিমকে জানানো হয়েছিল, ক্লাইম্যাক্স না বদলালে, ছবি মুক্তি দেওয়া যাবে না। সেন্সরের কাছ থেকে এমন বার্তা পাওয়ার পর নড়ে চড়ে বসেন রমেশ সিপ্পি ও ‘শোলে’ টিম। শেষমেশ নতুন করে সাজানো হয় ছবির শেষাংশ।

কী ছিল সেই ক্লাইম্যাক্সে?

গব্বর সিংকে অর্থাৎ আমজাদ খানকে মারার দৃশ্যে দেখানো হয়েছিল ঠাকুর অর্থাৎ সঞ্জীব কুমার তাঁর জুতোয় আটকানো পেড়েক দিয়ে বুকের দাঁড়িয়ে, চেপে চেপে মেরে ফেলছেন। আর ঠাকুর, বুক, পেট. মুখ থেকে ফোয়ারার মতো রক্ত বের হচ্ছে। সেন্সর বোর্ড সেই সময় মনে করেছিল, এই দৃশ্য দেখার মতো মানসিকতা সেই সময় ভারতীয় দর্শকদের মধ্যে তৈরি হয়নি। বরং এই দৃশ্য ভায়ালেন্সকে উৎসাহ দেয়। সেই কারণেই এমন ভয়াবহ দৃশ্য বাতিল হয়।

তবে এবার সেই ক্লাইম্যাক্সকে সঙ্গে নিয়ে মুক্তি পাচ্ছে, দ্য শোলে আনকাট। শুধু ক্লাইম্যাক্সেই নয়, বহু বাতিল হওয়া দৃশ্যকে সঙ্গে নিয়েই ফের মুক্তি পাচ্ছে বলিউডের কালজয়ী ছবি শোলে। ডিসেম্বরের ১২ তারিখ, গোটা দেশে মুক্তি পাচ্ছে এই ছবি।