নতুন রূপে ফ্রেমবন্দি হলেন ইমন-নীলাঞ্জন
শুধু জীবনের নতুন ইনিংস নয়। কাজের জগতে নতুন উদ্যোগ নিয়েছেন ইমন।
আর কয়েক দিন পরেই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। সম্পর্কের সঙ্গে জুড়ে যাবে মিস্টার অ্যান্ড মিসেস। তাঁরা অর্থাৎ সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং সুরকার নীলাঞ্জন ঘোষ। এর মধ্যেই নতুন রূপে ফ্রেমবন্দি হলেন এই জুটি।
দিন কয়েক আগেই বেনারস গিয়েছিলেন ইমন। সোশ্যাল মিডিয়ায় বেনারসের ছবি বা ভিডিয়ো শেয়ার করেছিলেন অনুরাগীদের জন্য়। এবার বেনারসের ছবিতে ইমনের সঙ্গে নীলাঞ্জন। কপালে দু’জনেরই তিলক। ছবির ক্যাপশনে ইমন লিখেছেন, ‘হর হর মহাদেব’।
View this post on Instagram
আগামী ২ ফেব্রুয়ারি সামাজিক ভাবে বিয়ে করবেন ইমন-নীলাঞ্জন। ২০২০-তেই আংটি বদল সেরেছেন এই জুটি। বিয়ের দিন অভিষেক রায়ের ডিজাইনে সাজবেন তাঁরা। ইমনের পরনে থাকবে ট্র্যাডিশনাল লাল বেনারসি এবং সোনার গয়না। নীলাঞ্জন পরবেন ধুতি এবং পাঞ্জাবি। করোনা পরিস্থিতির কারণেই নিমন্ত্রিতের সংখ্যা নিয়ন্ত্রিত বলে জানিয়েছেন গায়িকা।
আরও পড়ুন, ‘বালিকা বধূ’র অভিকা ফ্রেমবন্দি হলেন বিকিনি অবতারে!
শুধু জীবনের নতুন ইনিংস নয়। কাজের জগতে নতুন উদ্যোগ নিয়েছেন ইমন। শুরু করেছেন ইমন চক্রবর্তী প্রোডাকশন হাউজ। পাশাপাশি গত কয়েক বছর ধরেই লিলুয়ায় বসন্ত উৎসব আয়োজন করছেন তিনি। ২০২১-এর জন্যও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।