Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exclusive: সত্যি কি প্রেম করছেন ঊষসী-সুস্মিত? TV9 বাংলায় সত্যি জানিয়ে দিলেন জুটিলেন

Tollywood Jodi: প্রথম থেকেই এই ধারাবাহিক নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। পাশাপাশি জুটিকে নিয়েও নানাজনের নানা মত বর্তমান। যদিও তাঁরা প্রেম করছেন কি না এর উত্তর অনেকেরই জানা ছিল না। এমনই সময় TV9 বাংলায় মুখ খুললেন নায়িকা।

Exclusive: সত্যি কি প্রেম করছেন ঊষসী-সুস্মিত? TV9 বাংলায় সত্যি জানিয়ে দিলেন জুটিলেন
Follow Us:
| Updated on: Mar 10, 2025 | 7:14 PM

৪ বছর পর ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী ঊষসী রায়। ২০২৪-এর শেষ থেকেই ড্রইং রুমে আবারও তাঁর নিত্য আনাগোনা। বেশ রমরমিয়েই চলছে ঊষসী ও সুস্মিতের ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকমাস। প্রথম থেকেই এই ধারাবাহিক নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। পাশাপাশি জুটিকে নিয়েও নানাজনের নানা মত বর্তমান। যদিও তাঁরা প্রেম করছেন কি না এর উত্তর অনেকেরই জানা ছিল না। এমনই সময় TV9 বাংলায় মুখ খুললেন নায়িকা।

দিনভর শুটিং করে ডিনার টেবিলে বসে ঊষসী সুস্মিত খোলা মনে দিলেন আড্ডা। প্রেম করছেন কিনা, প্রশ্ন শুনে হেসে লুটোপুটি জুটি। ঊষসী বললেন, “আজই প্রথম আমরা শুটের পর একসঙ্গে বেরলাম। আমাদের নিয়ে এমনটাও রটেছে? যাক তাহলে এতদিন যাকে নিয়ে রটেছিল, সেটা অন্তত চাপা পড়ে গেল। বরাবরই আমি যেটা করিনি, সেটার জন্য আমায় অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এটা নতুন নয়।” অন্যদিকে সুস্মিত বললেন, “আমি তো সোশ্যাল মিডিয়াতে থাকি না। তাই সোশ্যাল মিডিয়ায় কে কী বলছেন, খুব একটা চোখে পড়ে না।”

তাহলে যে জুটি হিসেবে এত চর্চা? বিষয়টা এড়িয়ে না গিয়ে দুজনেই জানালেন, এটা দর্শকদের ভালবাসা। আর দিনের শেষে তো এটাই আমাদের কাজ। জুটি হিসেবে দর্শক যাতে ভালবাসা দেন, সেটা পর্দায় তুলে ধরাই তো অভিনেতাদের কাজ। ফলে এটা দেখে ব্যাকস্টেজ কেমিস্ট্রি নিয়ে ভেবে ফেলাটা বেশ মজারই বিষয়।