বাংলা ছবিতে তিন কোটির পারিশ্রমিক নিচ্ছেন নায়ক, সত্যি নাকি মিথ্যা
বাংলা ছবিতে সুপারস্টার জিত্ একবার এক কোটি টাকার পারিশ্রমিক নিয়েছিলেন। এখন টলিপাড়ার ধারা বদলাচ্ছে। নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক নেওয়ার পাশাপাশি ছবির বাণিজ্যের যে অঙ্ক, তার একটা অংশ নিয়ে নিচ্ছেন নায়করা। অনেক সময়ে তাঁরা ছবি প্রযোজনার সঙ্গে যুক্ত থাকছেন।

বাংলা ছবিতে সুপারস্টার জিত্ একবার এক কোটি টাকার পারিশ্রমিক নিয়েছিলেন। এখন টলিপাড়ার ধারা বদলাচ্ছে। নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক নেওয়ার পাশাপাশি ছবির বাণিজ্যের যে অঙ্ক, তার একটা অংশ নিয়ে নিচ্ছেন নায়করা। অনেক সময়ে তাঁরা ছবি প্রযোজনার সঙ্গে যুক্ত থাকছেন। সেখানে প্রযোজক হিসাবে তাঁদের ঘরে টাকা ঢুকছে সরাসরি। কিন্তু সব কিছুর পরও একটা বাংলা ছবির জন্য কি তিন কোটি টাকার পারিশ্রমিক হেঁকেছেন কোনও নায়ক?
শাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। আগামী বছরের ঈদুল ফিতরের একটি সিনেমার জন্য তিনি নাকি পারিশ্রমিক নিচ্ছেন তিন কোটি টাকা! এর আগে ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার জন্য ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। ‘বরবাদ’-এ শাকিবের পারিশ্রমিক আরও বেশি ছিল বলেই চর্চা। যে সিনেমাটির জন্য শাকিব খানের তিন কোটি টাকা পারিশ্রমিকের কথা শোনা যাচ্ছে, সেটির নির্মাতা আবু হায়াত মাহমুদ অবশ্য খবরটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে ভিন্ন কথা। তাদের দাবি, এই সুপারস্টার সত্যিই আসন্ন সিনেমার জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার কথা ভেবেছেন।
এখন শুধুমাত্র শাকিব খানই বলতে পারবেন, তিন কোটির অঙ্কটা ঠিক নাকি সম্পূর্ণ ভুল। তবে শাকিবের কিছু ছবি বিশ্বজুড়ে যে ব্যবসা দিচ্ছে, সেখানে দুই বা তিন কোটির পারিশ্রমিক চেয়ে বসা, অযৌক্তিক কিছু নয়। বলিউডে একটা ছবির জন্য রণবীর কাপুর ৭৫ কোটি টাকা নিচ্ছেন বলে খবর। তা হলে একটা বাংলা ছবির জন্য কোনও সুপারস্টার তিন কোটি টাকা নিতে পারলে, সেটা বেশ আনন্দের খবর।
