‘…আমার সঙ্গে প্রেম করা যায়’, প্রসেনজিৎকে গোপনে মন দিয়েছিলেন রচনা?
Relationship Gossip: যে কোনও বিষয় তাঁকে জিজ্ঞাসা করা হলেই দিয়ে থাকেন সপাট উত্তর। সে সম্পর্কই হোক, বা টলিউড ইন্ডাস্ট্রির গোপন কথা। রচনা বন্দ্যোপাধ্যায় সোজাসুজি সবটাই শেয়ার করতে পিছপা হন না।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়, টলিপাড়ায় একটা সময় একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন এই জুটি। প্রসেনজিৎ তখন সুপারস্টার। রচনারও ডাক আসছে মুম্বই থেকে। কিন্তু বাংলা ছবির জগত ছেড়ে পাকাপাকি ভাবে চলে যাওয়ার কথা কখনই ভাবেননি তিনি। রচনা বন্দ্যোপাধ্যায়। বরাবরই তিনি বেশ স্পষ্ট বক্তা। যে কোনও বিষয় তাঁকে জিজ্ঞাসা করা হলেই দিয়ে থাকেন সপাট উত্তর। সে সম্পর্কই হোক, বা টলিউড ইন্ডাস্ট্রির গোপন কথা। রচনা বন্দ্যোপাধ্যায় সোজাসুজি সবটাই শেয়ার করতে পিছপা হন না।
তাই বলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিক্রেট! তা নিয়ে ভরা সভায় মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায় ও শাশ্বত চট্টোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বহু হিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মজা করে একবার রচনা বলেই বসেছিলেন, ‘কেন প্রসেনজিৎ ভাবলেন না রচনার সঙ্গেও প্রেম করা যায়?’ শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় জি বাংলার টক শো অপুর সংসারে এসে খোলা মনে আড্ডায় মেতেছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টলিউডের ইন্ডাস্ট্রিকে মন দেননি এমন অভিনেত্রী হাতে গোনা। তবে তিনি সকলের সঙ্গেই চুটিয়ে কাজ করেছেন। কাউকে মন দিয়েছিলেন, কেউ আবার ভাল বন্ধু। তবে রচনার সঙ্গে সেই সম্পর্ক কোনওদিনই তৈরি হয়নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই ভীষণ সহজ। আজও দেখা হলে একে অন্যের সঙ্গে প্রাণখুলে কথা বলে থাকেন। এই জুটিকে পর্দায় একসঙ্গে দেখার আবদার বারবার দর্শকদের করতে দেখা যায়। তবে অভিনয় জগত থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নিয়েছেন এখন রচনা বন্দ্যোপাধ্যায়। যদিও অভিনয় ছেড়ে দেওয়ার কথা কখনই তাঁকে বলতে শোনা যায় না। বরং তিনি বারবার জানিয়েছেন, নিজেকে পরিবারকে সময় দিতে চান। তেমন কোনও কাজ পেলে নিঃসন্দেহে করবেন।