গওহর জান রূপে অর্পিতাকে দেখে মুগ্ধ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

My Name Is Jaan: নাচে, গানে দেশের বিভিন্ন প্রান্তের সমাজপতিদের আদর, কুর্নিশ আদায় করে নিয়েছিলেন গওহর। আবার একই সঙ্গে তাঁর ব্যক্তিজীবনে ছিল না-পাওয়া। এই জীবনকেই মঞ্চে তুলে ধরলেন অর্পিতা। পরিচালনার দায়িত্বে ছিলেন থিয়েটার পরিচালক অবন্তী চক্রবর্তী।

গওহর জান রূপে অর্পিতাকে দেখে মুগ্ধ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়
Follow Us:
| Updated on: Nov 14, 2024 | 1:53 PM

অনেক দিন পরে বাংলা থিয়েটারের দর্শক টানটান বসে থাকছেন প্রায় দু’ঘণ্টা—অর্পিতার গান, নাচ এবং অভিনয়, এই তিন শৈলির অনবদ্য মিলনের লাইভ পারফরম্যান্সে বিভোর হয়ে। সৌজন্যে ‘মাই নেম ইজ জান’। অসম্ভব ভাল নাচতেন গওহর জান। গওহরের অভিজাত সৌন্দর্যে সে সময় মুগ্ধ হননি, এমন শিল্পের গুণগ্রাহী পাওয়া দুষ্কর। নাচে, গানে দেশের বিভিন্ন প্রান্তের সমাজপতিদের আদর, কুর্নিশ আদায় করে নিয়েছিলেন গওহর। আবার একই সঙ্গে তাঁর ব্যক্তিজীবনে ছিল না-পাওয়া। এই জীবনকেই মঞ্চে তুলে ধরলেন অর্পিতা। পরিচালনার দায়িত্বে ছিলেন থিয়েটার পরিচালক অবন্তী চক্রবর্তী।

বর্তমানে গ্লোবাল ট্যুর চলছে এই নাটকের। অর্পিতা চট্টোপাধ্যায় দুই বছরের বিরতির পর নতুনভাবে ফিরেছেন মঞ্চে। আগামী ৬ ডিসেম্বর কলকাতা এই নাটক মঞ্চস্থ হবে। তবে এই প্রথম নয়, আগেও কলকাতার বুকে মঞ্চস্থ হয়েছিল ‘মাই নেম ইজ জান’। সেবার দর্শকাসনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমান উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। গওহর জান দেখে TV9 বাংলাকে তিনি জানিয়েছিলেন, “দেশে এবং দেশের বাইরে অনেক অনুষ্ঠান দেখেছি। এটা শীর্ষে থাকবে। অসাধারণ। প্রত্যেকে প্রতিটি মুহূর্ত এনজয় করবেন”।

উল্লেখ্য, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।

এই দফায় গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-

২৪ নভেম্বর ২০২৪- স্ট্যাড থিয়েটার, অস্ট্রিয়া

৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি

২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ

৯ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা

২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা