‘করণ আমার সঙ্গে এমনটা করতে পারল…’,হাউ হাউ করে কেঁদেছিলেন রানি

পরিচালক করণ জোহার যে এমনটা করবেন সে কথা কখনও ভাবতে পারেননি রানি মুখোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত তাঁরা। কিন্তু ২০০৪ সালে তাঁর সঙ্গে যে ব্যবহার করেছিলেন পরিচালক সেটা আশা করেননি নায়িকা। আমির খানের সামনে কেঁদে ভাসিয়েছিলেন তিনি।

'করণ আমার সঙ্গে এমনটা করতে পারল...',হাউ হাউ করে কেঁদেছিলেন রানি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2024 | 3:25 AM

পরিচালক করণ জোহার যে এমনটা করবেন সে কথা কখনও ভাবতে পারেননি রানি মুখোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত তাঁরা। কিন্তু ২০০৪ সালে তাঁর সঙ্গে যে ব্যবহার করেছিলেন পরিচালক সেটা আশা করেননি নায়িকা। আমির খানের সামনে কেঁদে ভাসিয়েছিলেন তিনি। সে কথাই কফি উইথ করণের মঞ্চে এসে বলে ফেলেন অভিনেত্রী। ২০০৪ সালে করণ তৈরি করেছিলেন ‘কাল হো না হো’ ছবিটি। যে সিনেমায় মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল প্রীতি জিন্টা, শাহরুখ খান এবং সইফ আলি খানকে। প্রথমে প্রীতির চরিত্রে অভিনয়ের জন্য করিনাকে ভেবেছিলেন পরিচালক। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন করিনা। তার পরেই প্রীতিকে অফার দেব করণ। কিন্তু এই পুরো বিষয় সম্পর্কে কোনও ধারণাই ছিল না রানির। পরে অন্য কারও থেকে জানতে পারেন যে করণ এমন একটা সিনেমা তৈরি করছে। তখন খুবই খারাপ লেগেছিল তাঁর। নিজেকে সামলাতে না পেরে আমিরের সামনে হাউহাউ করে কেঁদে ফেলেন রানি।

প্রীতি ওই চরিত্র অভিনয় করেছেন বলে দুঃখ পেয়েছিলেন রানি এমনটা একেবারেই নয়। তাঁর অভিমান হওয়ার কারণটা ছিল অন্য। করণের মাধ্যমেই প্রথম সাফল্যের স্বাদ পান নায়িকা। সেই সূত্রে, করণ তাঁর খুবই কাছের বন্ধু। তাই বন্ধু ছবি বানাচ্ছে এদিকে তিনি কিছুই জানেন না। সেটা ভেবেই খুব দুঃখ পেয়েছিলেন অভিনেত্রী। করণের থেকে এই ব্যবহার আশা করেননি। সেই দুঃখই আমিরের কাছে প্রকাশ করেছিলেন রানি।