AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিমানবন্দরে আটক জয়া আহসানের সুটকেস! কলকাতা থেকে বাংলাদেশে কী নিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী?

'আবর্ত' থেকে 'ঈগলের চোখ', 'বিসর্জন' থেকে 'বিজয়া', এখন তো তিনি আবার 'ডিয়ার মা', সেই পর্দা কাঁপানো জয়া আহসানের সুটকেসেই গণ্ডগোল!

বিমানবন্দরে আটক জয়া আহসানের সুটকেস! কলকাতা থেকে বাংলাদেশে কী নিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী?
| Updated on: Jul 22, 2025 | 4:15 PM
Share

দেখুন কাণ্ড! যে মেয়ের এক পা থাকে কলকাতায়, আরেক পা থাকে ঢাকায়, সেই মেয়েই এমন কাণ্ড করবেন! তা ভাবতেও পারেননি কেউ। তাও আবার সুন্দরী, ট্যালেন্টেড অভিনেত্রী। ‘আবর্ত’ থেকে ‘ঈগলের চোখ’, ‘বিসর্জন’ থেকে ‘বিজয়া’, এখন তো তিনি আবার ‘ডিয়ার মা’, সেই পর্দা কাঁপানো জয়া আহসানের সুটকেসেই গণ্ডগোল! আর এমনই গণ্ডগোল, যা কিনা নজরে পড়ল কলকাতা বিমানবন্দরের কাস্টম অফিসারদের। ব্যস, সুটকেস আটক!

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সিনেমার কারণে, কিংবা ব্যক্তিগত কারণে কলকাতা টু ঢাকা জয়ার নিত্য যাতায়াত। দুই বাংলার অনুরাগীরাই তাঁকে একটিবার পর্দায় দেখার জন্য ছটফট করে। কিন্তু জয়ার প্রাণভ্রমর, সিনেমার পর্দা নয়, বরং তিনি ছটফট করেন গাছের জন্য! হ্যাঁ, জয়া আহসান প্রচণ্ড প্রকৃতি প্রেমিক মানুষ। তাঁর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ প্রেম প্রকৃতিই। আর তাই তো নিজের হাতের কাছে প্রকৃতির এক টুকরোকে ধরে রাখতে জয়া গাছ লাগান, গাছ নিয়েই থাকেন। এক সাক্ষাৎকারে জয়া তো স্পষ্ট বলেছেন, তিনি আগে চাষী, তারপর অভিনেত্রী। আর চাষী হওয়ার কারণেই জয়া নিজে হাতে ফলিয়েছেন তরমুজ, কুমড়ো, রাঙা আলু। এমনকী, জয়া একেবারেই তৈরি এই চাষবাসকে নতুন পেশা হিসেবে বেছে নিতে। কিন্তু জয়ার এই চাষী মনই তাঁকে একবার ফেলেছিল বিপাকে। কলকাতা থেকে ফলন্ত পেয়ারা গাছ নিতে গিয়েই অস্বস্তিতে পড়েছিলেন ‘অর্ধাঙ্গিনী’র নায়িকা।

তা ঠিক কী ঘটেছিল?

বারুইপুর থেকে এক মাঝারি সাইজের পেয়ারা গাছ কিনেছিলেন জয়া। সেই গাছকে মাটি শুদ্ধ মোটা কম্বলে মুড়ে, বালিশে ঢাকা দিয়ে বড় সুটকেসে ভরলেন জয়া। ভয়ে ভয়ে রওনা দিলেন বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ে কাউন্টারে। ব্যস, সুটকেস স্ক্যান হতেই কাস্টম অফিসারদের হাতে পড়লেন ধরা! জয়া তখন টেনশনে কাঁপছেন। মনে মনে শঙ্কা, গাছটা নিতে পারব তো বাংলাদেশে! অভিনেত্রীকে কাস্টম অফিসারের সোজা প্রশ্ন, ”আপনাদের দেশে পেয়ারা গাছও পাওয়া যায় না!” চুপ থাকেননি অভিনেত্রী, প্রাণের গাছকে বাঁচাতে জয়ার সোজা উত্তর, পাওয়া যায়, কিন্তু বারুইপুরের বিখ্যাত পেয়ারা গাছ তো পাওযা যাবে না! সে যাত্রায় বেঁচে যান জয়া। সুটকেসে করেই পেয়ারা গাছ নিয়ে পা রাখেন ওপার বাংলায়। তবে শুধু এদেশ নয়, বিদেশে গেলেও, জয়ার শপিং ব্যাগে ভিড় করে নানা গাছের বীজ। নানা গাছের চারা।

তথ্যসূত্র- সোল কানেকশন পডকাস্ট।