চিরদিনের জন্য ছোটপর্দাকে বিদায় জীতু কমলের, আচমকা এমন সিদ্ধান্ত কেন অভিনেতার?
তবে সেই কলহ মিটিয়ে ফের ধারাবাহিকে জীতু ও দিতিপ্রিয়া অভিনয় শুরু করলেও, তা বেশিদিন স্থায়ী হল না। বরং দ্বিতীয় পর্বের কলহে ধারাবাহিক থেকেই নিজেকে সরিয়ে নিলেন দিতিপ্রিয়া। শোনা যাচ্ছে, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে দিতিপ্রিয়ার শূন্যস্থান পূরণ করছেন অভিনেত্রী শিরিন পাল। তবে এরই মাঝে জীতু নিলেন নতুন সিদ্ধান্ত।

রাগ, অভিমান নাকি অন্য় কিছু? নাহ, জীতু কমল তা স্পষ্ট করেননি। কিন্তু সোশাল মিডিয়ায় এসে দৃঢ় গলায় স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী দিনে তিনি আর ধারাবাহিকে অভিনয় করবে না। যে দর্শকদের কারণে আজ তাঁর নামের পাশে অভিনেতা তকমা, সেই দর্শক ও অনুরাগীদের সঙ্গে এই সিদ্ধান্ত শেয়ার করে নিলেন অভিনেতা জীতু কমল।
বেশ কয়েক মাস ধরে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে নানা সময় নানা বিতর্ক, সমস্যার সম্মুখীন হয়েছিলেন জীতু কমল। সহঅভিনেত্রী দিতিপ্রিয়ার রায়ের সঙ্গে তাঁর কলহ প্রকাশ্যে এসেছিল সোশাল মিডিয়ার হাত ধরে। তবে সেই কলহ মিটিয়ে ফের ধারাবাহিকে জীতু ও দিতিপ্রিয়া অভিনয় শুরু করলেও, তা বেশিদিন স্থায়ী হল না। বরং দ্বিতীয় পর্বের কলহে ধারাবাহিক থেকেই নিজেকে সরিয়ে নিলেন দিতিপ্রিয়া। শোনা যাচ্ছে, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দিতিপ্রিয়ার শূন্যস্থান পূরণ করছেন অভিনেত্রী শিরিন পাল। তবে এরই মাঝে জীতু নিলেন নতুন সিদ্ধান্ত।
সোশাল মিডিয়ায় জীতু যে ভিডিয়োটি শেয়ার করেছেন, সেখানে তিনি বলেন, আজ আমার নামের পাশে অভিনেতা লেখার সাহস আমার দর্শকরাই জুগিয়েছেন। সেই কারণেই আমার এই সিদ্ধান্ত দর্শকদের সঙ্গে সঙ্গে ভাগ করে নিচ্ছি। যে টিভি সিরিয়ালে এখন আমি অভিনয় করছি অর্থাৎ চিরদিনই তুমি যে আমার। সেটাই ধারাবাহিক হিসাবে ছোটপর্দায় আমার শেষ কাজ। এর পরে আর আমি কোনও ধারাবাহিকে অভিনয় করব না।
তবে এখানেই শেষ করেননি জীতু। জীতু জানান, যে কোনও ধারাবাহিকের সঙ্গে প্রচুর টেকনিশয়ন যুক্ত থাকে। ধারাবাহিক বন্ধ হলে, তাঁরা বিপদে পড়বেন। সেই কারণেই এই ধারাবাহিক থেকে তিনি সরছেন না। কিন্তু এটাই তাঁর শেষ ধারাবাহিক, সে বিষয়ে স্পষ্ট তিনি। সঙ্গে নতুন অভিনেত্রী শিরিনকেও স্বাগত জানিয়েছেন জীতু কমল।
