একাধিক মহিলার সঙ্গে থেকেছি বলে ঈর্ষা! সুস্থ হতেই কাকে বিঁধলেন সুমন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 10, 2024 | 5:36 PM

Kabir Suman: সব সমস্যা কাটিয়ে আবারও ফিরে এসেছে বছর চুয়াত্তরের এই 'নবীন'। তাঁর হার্ট ফেলিওরের কারণ হিসেবে রটেছিল নানা রটনাও। প্রশ্ন উঠেছিল তাঁর ব্যক্তিগত জীবন, রোজকারের অভ্যাস এমনকি 'চরিত্র' নিয়েও।

একাধিক মহিলার সঙ্গে থেকেছি বলে ঈর্ষা! সুস্থ হতেই কাকে বিঁধলেন সুমন?
কবীর সুমন। ফাইল চিত্র।

Follow Us

দিন কয়েক আগেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কবীর সুমন। জানা গিয়েছিল, ফুসফুসে জল জমেছিল তাঁর। এ ছাড়াও হয়েছিল হার্ট ফেলিওরও। তবে সব সমস্যা কাটিয়ে আবারও ফিরে এসেছে বছর চুয়াত্তরের এই ‘নবীন’। তাঁর হার্ট ফেলিওরের কারণ হিসেবে রটেছিল নানা রটনাও। প্রশ্ন উঠেছিল তাঁর ব্যক্তিগত জীবন, রোজকারের অভ্যাস এমনকি ‘চরিত্র’ নিয়েও। বাড়ি ফিরেই সেই সব সমালোচনা নিয়ে মুখ খুললেন সুমন। বলা ভাল, রীতিমতো বোমা ফাটালেন তিনি।

সুমন সম্প্রতি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “দীর্ঘকাল বেঁচে থেকে বুঝলাম বড্ড বেশিরভাগ বঙ্গভাষী বিশ্বাস করেন চরিত্র থাকে জননেন্দ্রিয়ে। কোনও পুরুষ একাধিক মহিলার সঙ্গে শয়ন করলেই তার চরিত্র খারাপ। মহিলাদের বেলাতেও একই মাপকাঠি। বড্ড বেশি বঙ্গভাষী আমায় ঘৃণা করেন আমি একাধিক মহিলার সঙ্গে থেকেছি বলে। বুঝেছি মূল জায়গাটা ঈর্ষা। তারাও চায়। পায় না। পেরে ওঠে না। তাই।” এখানেই থেমে থাকেননি তিনি। তিনি হাসপাতালে ভর্তির পর সামাজিক মাধ্যমে তাঁর ‘মৃত্যুকামনা’ করে পোস্টের সংখ্যা নেহাত কম নয়। সেই সব তিরস্কার, কুমন্তব্যের পরিপ্রেক্ষিতে এ দিন তিনি লেখেন, “সেদিন দেখলাম তিনজন সনাতনধর্মীয় বঙ্গজ পুরুষনামধারী ফেসবুকে লিখেছেন – হাসপাতাল থেকে না ফিরলেই ভাল হত। আবার কতজনকে ধরেবেঁধে বিয়ে করবে কে জানে। হাসপাতাল থেকে ফিরে এসেছি – বড়ই পরিতাপের বিষয়। যাঁরা তা মনে করেন প্লিজ আশায় থাকুন। বুড়ো আবার ব্যামোয় পড়বে। কে বলতে পারে এবারে হয়তো পগার পার।”

বেশ অসুস্থই হয়ে পড়েছিলেন সুমন। শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল তাঁর। বাইরে থেকে অক্সিজেনও সরবরাহ করতে হয় তাঁকে। গায়ককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও সেই সব কাটিয়ে উঠে আপাতত তিনি সুস্থ। তিনি সুস্থ থাকুন, ভাল থাকুন, এমনটাই প্রার্থনা তাঁর অনুরাগীদের।

Next Article