কামাল হাসান, অন্যতম জনপ্রিয় অভিনেতা। যাঁকে নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ সর্বদাই থাকত তুঙ্গে। মিষ্টি কথা, মুখে লেগে থাকা হাসিই যেন তাঁর জীবনের বিশেষত্ব। তবে সবটাই নাকি মুখোশ। খোলসা করেন তাঁর প্রথম স্ত্রী বাণী গণপতি। প্রথম বিবাহ বিচ্ছেদের পর একের পর এক খবর সামনে উঠে আসতে থাকে। বাণীর সঙ্গে যখন কলম হাসান আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন নাকি এমন পরিমাণ টাকা দাবি করেছিলেন তাঁর প্রথম স্ত্রী, তাতে রীতিমত অভিনেতাকে নাকি পথে বসতে হয়েছিল। এমনই খবর সামনে উঠে আসে। যা চোখে পড়তেই অবাক হয়েছিলেন বাণী। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, পৃথিবীতে এমন কোনও আদালত নেই, যেখানে এই পরিমাণ টাকা খোরপোশ বাবদ দিতে বলতে পারে, বা সম্মতি জানায়, যাতে একজনকে দেউলিয়া হতে হয়।
বাণীর কথায়, “কমল আমাদের ফ্ল্যাটে থাকা ব্যবহৃত জিনিসগুলো দিতেই অস্বীকার করেছিল। এমন একটা মানুষের থেকে আর কী আশা করা যায়? আমি চমকে গিয়েছিলাম যখন এই দেউলিয়ার খবর পড়ি। এই বিয়ে থেকে আমি সরে আসায় ওঁর আত্মসম্মানে লেগেছিল। আর্থিক সমস্যার কথা জানিয়ে, বিষয়টাকে এড়িয়ে গিয়েছিল।”
এখানেই শেষ নয়, বাণী আরও বলেছিলেন, “ও যদি না চায়, তবে সেই বিষয় ওকে দিয়ে একটা কথাও বলানো যাবে না। ওর থেকে ভাল ভুয়ো হাসি আর কেউ হাসতে পারে না।” ফলে কমলের বলা সমস্ত কথাকেই মিথ্যে বলে উড়িয়ে দেন বাণী।