AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সৃজিতের নতুন ছবিতে মিমি, আর কে-কে থাকছেন ছবিতে?

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নতুন ছবির কাজে হাত দেবেন। এই বছর ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ আর ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পেয়েছে। বড়দিনে মুক্তি পাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটা। এরই মধ্যে নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক। তাঁর আগামী ছবির নাম ‘এম্পারার ভার্সেস শরত্‍চন্দ্র’-র শুটিং শুরু হবে জানুয়ারি মাসে। TV9 বাংলাকে পরিচালক জানিয়েছিলেন, ”আগামী বছর ‘পথের দাবী’ প্রকাশিত হওয়ার শতবর্ষ। ১৯২৬ সালের ৩১ অগাস্ট এই বই প্রকাশিত হয়েছিল। ইংরেজ সরকার বইটিকে নিষিদ্ধ করে দেয় ১৯২৭ সালের জানুয়ারি মাসে। ইংরেজ সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা, বই নিষিদ্ধ হওয়া এবং সমাজে তার প্রভাব, পুরোটা নিয়েই এই ছবি।” ছবির প্রযোজনা করছেন প্রদীপ কুমার নন্দী।

সৃজিতের নতুন ছবিতে মিমি, আর কে-কে থাকছেন ছবিতে?
| Edited By: | Updated on: Nov 28, 2025 | 8:12 AM
Share

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নতুন ছবির কাজে হাত দেবেন। এই বছর ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ আর ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পেয়েছে। বড়দিনে মুক্তি পাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটা। এরই মধ্যে নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক। তাঁর আগামী ছবির নাম ‘এম্পারার ভার্সেস শরত্‍চন্দ্র’-র শুটিং শুরু হবে জানুয়ারি মাসে। TV9 বাংলাকে পরিচালক জানিয়েছিলেন, ”আগামী বছর ‘পথের দাবী’ প্রকাশিত হওয়ার শতবর্ষ। ১৯২৬ সালের ৩১ অগাস্ট এই বই প্রকাশিত হয়েছিল। ইংরেজ সরকার বইটিকে নিষিদ্ধ করে দেয় ১৯২৭ সালের জানুয়ারি মাসে। ইংরেজ সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা, বই নিষিদ্ধ হওয়া এবং সমাজে তার প্রভাব, পুরোটা নিয়েই এই ছবি।” ছবির প্রযোজনা করছেন প্রদীপ কুমার নন্দী।

এই ছবির অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা হয়েছিল। তবে সেই কাস্টিংয়ে চমকপ্রদ পরিবর্তন এসেছে। ছবির তিন প্রধান মুখের মধ্যে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় আর টোটা রায়চৌধুরী। এবার ছবির নায়িকা হিসাবে এলেন মিমি চক্রবর্তী। প্রথমে অভিনেত্রী সোহিনী সরকারের এই ছবিতে থাকার কথা ছিল। কেন এই পরিবর্তন? TV9 বাংলাকে সৃজিত জানালেন, এটা প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত। প্রযোজকই এ ব্যাপারে বলতে পারবেন। খোঁজ নিয়ে জানা গেল, প্রথমে ছবিটির সঙ্গে অন্য প্রযোজক যুক্ত ছিলেন। এবার প্রদীপ কুমার নন্দী ছবির প্রযোজনা করছেন। তাঁর সঙ্গে সোহিনীর একাধিক কাজ হয়েছে। মিমির সঙ্গে কাজ করতে চাইছিলেন প্রযোজক। এই ব্যাপারে সোহিনীর সঙ্গে কথা বলে নিয়েছেন পরিচালক, তেমনও জানা গেল।

Saheb Bhattacharyya Talks About Serial Katha 2025 11 28t063310.710

লক্ষণীয় মিমি চক্রবর্তীর সঙ্গে সৃজিতের ‘কিলবিল সোসাইটি’ ছবিটা করার কথা ছিল। তবে সৃজিত এই ছবির প্রস্তাব মিমিকে দেওয়ার পর গল্পের ধরনে পরিবর্তন আসে। ছবিতে চুমুর যে দৃশ্য ছিল, সেটা করতে প্রাথমিক পর্যায়ে রাজি ছিলেন না নায়িকা। এই ছবিতে শেষ পর্যন্ত দেখা যায় কৌশানী মুখোপাধ্যায়কে। তাই সৃজিত-মিমি জুটির কাজ হয়নি এখনও।

সৃজিতের নতুন ছবিতে আবীর, মিমি, টোটার পাশাপাশি রয়েছেন কাঞ্চন মল্লিক। রুদ্রনীল ঘোষের একটা চরিত্র করার কথা ছিল। তবে রুদ্রনীলের সঙ্গে পরামর্শ করেই সৃজিত সেই চরিত্রে নিচ্ছেন অভিনেতা বুদ্ধদেব দাসকে, যেহেতু চরিত্রের মুখের সঙ্গে মিল বেশি এই অভিনেতার। কিঞ্জল নন্দ-কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। ‘ফুলকি’ ধারাবাহিকের প্রধান মুখ দিব্যাণী মণ্ডল প্রথমবার বড়পর্দায় কাজ করছেন এই ছবির হাত ধরে। তাঁর সঙ্গে দেখা যাবে ঋক চট্টোপাধ্যায়কে। প্রথমে সত্যম ভট্টাচার্যর নাম ঘোষণা হলেও, সেই কাস্টিংয়ে বদল এসেছে।