মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর পাওয়ার পরেই তাঁর কাছে ফোন এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁর। এ দিন অর্থাৎ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেতেই মিঠুন জানালেন, প্রধানমন্ত্রীর থেকে বকাঝকা শুনতে হয়েছে তাঁকে। কেন? তাঁর কথায়, “শরীরের খেয়াল রাখছিলাম না বলে বকা খেতে হয়েছে ওঁর থেকে”। সামনে যে বড় দায়িত্ব রয়েছে তাঁর!
এ দিন হাসপাতাল থেকে বের হতেই মিঠুন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বেশ কিছুক্ষণ। তিনি বলেন, ” আমার সমস্যা খাওয়াতে। আমি গোগ্রাসে খাই। ওভারইটিং করি। আমি রাক্ষস, তাই বকা খেলাম। আমার ৪২টি কেন্দ্র কে দেখবে? বিজেপি করব।” কী হয়েছিল মিঠুন চক্রবর্তীর? হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, Ischemic Cerebrovascular Accident (Stroke)-এ আক্রান্ত হয়েছিলেন অভিনেতা-রাজনীতিবিদ।
ভর্তি ছিলেন ইএম বাইপাস সংলগ্ন এক হাসপাতালেও। তবে আগের থেকে অনেকটা ভাল আছেন তিনি।সুস্থ আছেন। শীঘ্রই শুটিংয়ে ফিরবেন বলেও জানিয়েছেন। তবে শুধু মোদীই নয়, মিঠুনকে দেখতে হাজির হয়েছিল তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী থেকে শুরু করে সোহম চক্রবর্তী, ঘাটালের সাংসদ দেবও।