গুঞ্জনের বোঝা ঝুলছে ঘাড়ে! নজর এড়াতে এবার বড় পদক্ষেপ সুহানার?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 12, 2024 | 9:35 PM

Suhana Khan: 'দ্য আর্চিজ'-এ সন্তোষজনক ফিডব্যাক না পেলেও কাজের কিন্তু অভাব হয়নি তাঁদের। শোনা যাচ্ছে, শ্রীরাম রাঘবনের আগামী ছবিতে দেখা যাবে অগস্ত্যকে। অন্যদিকে সুজয় ঘোষের আগামী প্রজেক্ট 'দ্য কিং'-এ অভিনয় করবেন সুহানা। 

গুঞ্জনের বোঝা ঝুলছে ঘাড়ে! নজর এড়াতে এবার বড় পদক্ষেপ সুহানার?
নজর এড়াতে এবার বড় পদক্ষেপ সুহানার?

Follow Us

সুহানা খান– তাঁকে কে না চেনেন? শাহরুখ খানের মেয়ে তিনি। মাস দুয়েক আগেই জোয়া আখতারের ‘আর্চিজ’ সিরিজের মধ্যে দিয়ে ডেবিউ হয়েছিল তাঁর। সেই সময়েই জানা যায়, বলিপাড়ার আরও এক স্টারকিড অগস্ত্য নন্দার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। অগস্ত্য নন্দা হলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের একমাত্র নাতি। সুহানা ও অগস্ত্যর একসঙ্গে পার্টির বেশ কিছু ছবিও সামনে এসেছিল। এসব নিয়েই যখন হচ্ছিল জোর আলোচনা তখন এক বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন সুহানা খান, জানাচ্ছে বলিউডের গোপন সূত্র। কী সেই সিদ্ধান্ত? শোনা যাচ্ছে এই মুহূর্তে নিজেদের সম্পর্কে লুকিয়ে রাখতে নাকি জনসমক্ষে একসঙ্গে আসবেনই না তাঁরা। শুধু তাই নয়, সম্প্রতি নেহা ধুপিয়ার এক পার্টি ছিল। ওই পার্টিতে হাজির হয়েছিলেন সুহানা ও অগস্ত্য দু’জনেই। তবে তাঁদের যাতে একসঙ্গে কেউ দেখে না ফেলতে পারে সে কারণে খুব সাদামাঠা এক গাড়িতে করে সেই পার্টিতে আসেন অগস্ত্য। পার্টি শেষে আলাদা আলাদা বের হতে দেখা যায় তাঁদেরকে।

কেন এই গোপনীয়তা? সম্পর্ক জানাজানি হওয়ার ভয়? একেবারেই নয়। শোনা যাচ্ছে অন্য কথা। ‘দ্য আর্চিজ’- তাঁদের দু’জনের অভিনয় নিয়েই সম্প্রতি রটেছে নানা কথা। অনেকেরই দাবি, অভিনয়ে নজর কাড়তে পারেননি। দু ‘জনেই যেহেতু অভিনয়কে পেশা হিসেবে এগিয়ে নিয়ে যেতে চান, সেই কারণে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে যাতে বেশি আলোচনা না হয়, তেমনটাই চাইছেন তাঁরা।

‘দ্য আর্চিজ’-এ সন্তোষজনক ফিডব্যাক না পেলেও কাজের কিন্তু অভাব হয়নি তাঁদের। শোনা যাচ্ছে, শ্রীরাম রাঘবনের আগামী ছবিতে দেখা যাবে অগস্ত্যকে। অন্যদিকে সুজয় ঘোষের আগামী প্রজেক্ট ‘দ্য কিং’-এ অভিনয় করবেন সুহানা।

 

Next Article