লন্ডন বিমানবন্দরে অপমান! কী করেছিলেন মিঠুন চক্রবর্তী?

বাংলা সিনেমা নিয়ে অনেকেরই অনেক ধরনের বক্তব্য রাখেন সমাজমাধ্যমের পাতায়। ইন্ডাস্ট্রির একাংশের অভিযোগ বাংলা সিনেমা না দেখেই দর্শক তাঁদের মতামত জানান। কিন্তু জানেন কি ভারতীয় ছবি নিয়ে প্রবাসীদের কী ধারণা? অনেকেই নিজেদের মাথায় বসিয়ে নিয়েছেন ভারতীয় ছবি মানেই বিরক্তিকর। এমনই এক অদ্ভুদ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

লন্ডন বিমানবন্দরে অপমান! কী করেছিলেন মিঠুন চক্রবর্তী?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2024 | 4:32 PM

বাংলা সিনেমা নিয়ে অনেকেরই অনেক ধরনের বক্তব্য রাখেন সমাজমাধ্যমের পাতায়। ইন্ডাস্ট্রির একাংশের অভিযোগ বাংলা সিনেমা না দেখেই দর্শক তাঁদের মতামত জানান। কিন্তু জানেন কি ভারতীয় ছবি নিয়ে প্রবাসীদের কী ধারণা? অনেকেই নিজেদের মাথায় বসিয়ে নিয়েছেন ভারতীয় ছবি মানেই বিরক্তিকর। এমনই এক অদ্ভুদ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। লন্ডন থেকে দেশে ফিরছিলেন অভিনেতা।

সেখানে বিমানবন্দরেই ঘটেছিল এমন এক ঘটনা। দুই মহিলা নায়ককে দেখেই ছুটে আসেন। তাঁরা প্রবাসী। ভারতীয় কিন্তু থাকতেন লন্ডনে। মিঠুন বলেন, “আমায় দেখে আমার সঙ্গে ছবি তোলেন তাঁরা। তারপর আমার অভিনয় নাচের প্রশংসা করেন। অটোগ্রাফ নেন।” মিঠুন জানান, তার পর নাকি নায়ককে ঘুরে তাঁরা জানিয়েছিলেন তাঁরা হিন্দি ছবি দেখেন না। যা শুনে অত্যন্ত বিরক্ত হয়েছিলেন অভিনেতা।

মিঠুন বলেন, “আমি এ কথা শুনে খুব বিরক্ত হয়ে বলেছিলাম আমায় তাহলে আপনারা কোথায় দেখেছেন। আমি তো আপনাদের বাড়িতে নেচে আসিনি। তাহলে হিন্দি ছবি দেখেন না কী ভাবে বলতে পারলেন।” শুধু হিন্দি ছবি নয় ইদানীং অনেকে আবার বলেন বাংলা সিনেমা দেখেন না। তা নিয়েও শিল্পীদের মনে ক্ষোভ জন্মেছে। উল্লেখ্য, একের পর এক বাংলা ছবিতে দেখা যাচ্ছে মিঠুনকে। কিছু দিন আগে তাঁর অভিনীত ‘শাস্ত্রী’ ছবিটি মুক্তি পেয়েছিল। ক্রিসমাসের আগে মুক্তি পেল ‘সন্তান’ ছবিটি। সিনেমায় মিঠুনের অভিনয় দেখে মুগ্ধ অনুরাগীরা। তাঁকে আরও বেশি বাংলা ছবিতে দেখার অপেক্ষায় দর্শক।