Metro: ব্যান্ডেল থেকে হাওড়া মেট্রো! রচনার বড় উদ্যোগে রেলমন্ত্রীর ‘গ্রিন সিগন্যাল’

Metro: ইতিমধ্যেই পদক্ষেপ করেছেন রচনা। তিনি বলেন, "রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি দিয়েছিলাম, উনি তার উত্তরও দিয়েছেন। সেটা সবথেকে বড় কথা। উনি বলেছেন কীভাবে এগোনো যায়, সেটা দেখছেন।"

Metro: ব্যান্ডেল থেকে হাওড়া মেট্রো! রচনার বড় উদ্যোগে রেলমন্ত্রীর 'গ্রিন সিগন্যাল'
রচনা বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2024 | 3:47 PM

হুগলি:  কেন্দ্র যদি একটু দয়া দেখায়, তাহলে হুগলিতে মেট্রো চলবে! আশাবাদী তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শহর কলকাতা থেকে জেলা হওড়ায় পৌঁছে গিয়েছে মেট্রো রেল। এবার গন্তব্য হুগলি! হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় তেমনই ইঙ্গিত দিচ্ছে।

আজ হুগলি জেলা শাসক মু্ক্তা আর্যর সঙ্গে এলাকা উন্নয়ন নিয়ে বৈঠক করন রচনা।সেখানেই মেট্রো নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রচনা বলেন, “মেট্রোটা যদি চুঁচুড়া ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি, মানুষের ভীষণ উপকার হয়। সেটা নিয়ে চিঠিপত্র চলছে।একটা বড় ব্যাপার। এটা কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব নয়। সেটা নিয়ে আওয়াজ তোলা হচ্ছে। সেই বিষয় নিয়েও জেলাশাসকের সঙ্গে কথা হল। ডিএম বলেছেন তা যদি করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবে।”

ইতিমধ্যেই পদক্ষেপ করেছেন রচনা। তিনি বলেন, “রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমি চিঠি দিয়েছিলাম, উনি তার উত্তরও দিয়েছেন। সেটা সবথেকে বড় কথা। উনি বলেছেন কীভাবে এগোনো যায়, সেটা দেখছেন।”

জমিও অধিগ্রহণের বিষয় থাকলে এটাও দেখতে হবে,  কোথায় কীভাবে এগোনো যায়, কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে বলে রচনা জানান। সরাসরি ব্যান্ডেল নয়, শ্রীরামপুর-হাওড়া সংযোগকারী পথ তৈরি হবে।

রচনার কথায়, “গোটাটাই কেন্দ্রের হাতে। তারা যদি একটু দয়াশীল হয়, দয়া দেখান, তাহলে আমরা লড়তে পারি। প্রধানমন্ত্রীর সঙ্গে এখনও কথা হয়নি। মন্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে, যদি বিষয়টা মিটে যায় তাহলে আর প্রশ্ন নেই।” প্রসঙ্গত, এর আগে পেট্রাপোল থেকে সরসারি কলকাতা যাওয়ার মেট্রোরেলের দাবি তোলেন শান্তনু ঠাকুর।