পুজো মণ্ডপে পুত্রবধূর কোমরে হাত দিয়ে ডাক মুকেশের, ভিডিয়ো আসতেই সমালোচনার ঝড়

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 17, 2024 | 10:29 AM

Mukesh Ambani: দুমাস হল ছোট ছেলে অনন্ত অম্বানীর বিয়ে দিয়েছেন মুকেশ অম্বানী এবং নীতা অম্বানী। রাজকীয় বিয়ের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। অনন্তের বউ রাধিকা মার্চেন্টও ব্যবসায়ী পরিবারের মেয়ে। এই কয়েক দিনে তিনিও অম্বানীর মেয়েই হয়ে উঠেছেন। কিন্তু ছোট বউমার সঙ্গে এ কী করলেন মুকেশ?

পুজো মণ্ডপে পুত্রবধূর কোমরে হাত দিয়ে ডাক মুকেশের, ভিডিয়ো আসতেই সমালোচনার ঝড়

Follow Us

দুমাস হল ছোট ছেলে অনন্ত অম্বানীর বিয়ে দিয়েছেন মুকেশ অম্বানী এবং নীতা অম্বানী। রাজকীয় বিয়ের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। অনন্তের বউ রাধিকা মার্চেন্টও ব্যবসায়ী পরিবারের মেয়ে। এই কয়েক দিনে তিনিও অম্বানীর মেয়েই হয়ে উঠেছেন। কিন্তু ছোট বউমার সঙ্গে এ কী করলেন মুকেশ? ভিডিয়ো ভাইরাল হতেই ছিঃ ছিঃ কাণ্ড। সম্প্রতি ধুমধম করে গণেশ পুজো উদযাপন করেছে অম্বানী পরিবার। পুজো দিতে গিয়েছিলেন গোটা পরিবার। মণ্ডপেই এমন একটা চিত্র উঠে এসেছে যা দেখে রীতিমতো চমকে গিয়েছে নেটপাড়া। এ দিন পুজো উপলক্ষে সকলেরই পরনে ছিল সাবেকি পোশাক। ভিড়ের মধ্যে আচমকাই দেখা যায় রাধিকার পেটে মুকেশের হাত। যা চোখ এড়ায়নি ছবি শিকারিদের। সঙ্গে সঙ্গে ভিডিয়ো করে ফেলেছেন তাঁরা। যেখানে দেখা যাচ্ছে ছবি তোলার জন্য পরিবারকে একত্র করছেন মুকেশ। সেখানেই ছোট বৌমাকে ডাকার জন্য তাকে পিছন দিক থেকে পেটে হাত দিয়ে ডাকেন। যে দৃশ্য প্রকাশ্যে আসার পর বিতর্ক শুরু। অনেকে লিখেছেন, শ্বশুরের এই কাজে খুবই নিশ্চয়ই অস্বস্তি অনুভব করেছেন রাধিকা। তবে এই বিতর্কে কোনও মন্তব্য করেননি অম্বানী পরিবারের কেউই। তবে এই ভিডিয়ো দেখার পর সমালোচনা করতে ছাড়েননি কেউই।

 

উল্লেখ্য, অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষে যে কতগুলো অনুষ্ঠান হয়েছিল তা মনে হয় গুণেও শেষ করা যাবে না। আন্তর্জাতিক মানের তারকারাও উপস্থিত হয়েছিলেন অনন্তের বিয়ে উপলক্ষে। শোনা যাচ্ছে, অনন্তের বিয়ের পর তাঁদের সম্পত্তির পরিমাণ আরও বেড়ে গিয়েছে। শোনা যায়, মুকেশের থেকে তাঁর স্ত্রী নীতা অম্বানীর সম্পত্তির পরিমাণ অনেক বেশি। ২০২৩ সাল পর্যন্ত নীতা অম্বানী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বোর্ডে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন। ২০২৩-২৪ আর্থিক বছরে নীতা অম্বানী সিটিং ফি হিসেবে ২ লক্ষ টাকা এবং কমিশন হিসেবে ৯৭ লক্ষ টাকা উপার্জন করেন।

এছাড়া মুকেশ অম্বানীর সন্তানদের মধ্যে আকাশ অম্বানী রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান, মেয়ে ইশা অম্বানী রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেড এবং রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের বোর্ডে রয়েছেন এবং রিলায়েন্স ফাউন্ডেশনের সঙ্গেও কাজ করেন। আর অনন্ত অম্বানী Jio Platforms Limited, Reliance Retail Ventures Limited, Reliance New Energy Limited এবং Reliance New Solar Energy Limited-এর একজন ডিরেক্টর।
`

Next Article