নিজের ইচ্ছের বিরুদ্ধেও কেন এই কাজ করে থাকেন নওয়াজ?
তিনি চেয়েছিলেন ভাল কিছু কাজ করতে। ভাল কাজ পেতে, তবে সেই কাজ যে তিনি করলে অন্য কাজ পাবেন না, তাঁর কদর কমবে, এমনটা তিনি কখনই ভাবেননি। তিনি কেবল টিকে থাকার লড়াইটা লড়ে গিয়েছেন। নওয়াজের অভিনয়ের অনুরাগী কম নয়।

নওয়াজ উদ্দিন সিদ্দিকি কেরিয়ার তৈরির জন্য ঠিক কোন পর্যায় পরিশ্রম করেছিলেন তা কম বেশি সকলের জানা। না, সেই শ্রম কখনই বৃথা যায়নি। শ্রম কোনওদিন বৃথা যায় না। তবে নওয়াজের শ্রম যেন এক কথায় থামার নয়। মাঝ বয়সে এসেও প্রতিটা পদক্ষেপে নিজেকে প্রমাণ করে চলেছেন। তবে মনের মতো চরিত্র পেয়েছেন হাতে গোনা মাত্র কয়েকটা। তবে হাতে যে কোনও কাজ আসলেই তা করতে প্রস্তুত তিনি। নেই কোনও বাদ-বিচার।
নওয়াজের কথায় তিনি কেরিয়ারে এমন অনেক চরিত্রে অভিনয় করেছেন যা তাঁর করার কথা নয়। কারণ একটাই, তিনি সেই সময় দ্বিতীয় কোনও পথ খুঁজতে ছিলেন নারাজ। চাননি তিনি অন্য কোনও উপায় কেরিয়ার তৈরি করতে।
সেই শিক্ষা তাঁর আজীবন কাজে লাগবে। ছোট ছোট চরিত্রে কাজ করা নিয়ে তাঁর মনে কোনও আক্ষেপ নেই। তিনি চেয়েছিলেন ভাল কিছু কাজ করতে। ভাল কাজ পেতে, তবে সেই কাজ যে তিনি করলে অন্য কাজ পাবেন না, তাঁর কদর কমবে, এমনটা তিনি কখনই ভাবেননি। তিনি কেবল টিকে থাকার লড়াইটা লড়ে গিয়েছেন। নওয়াজের অভিনয়ের অনুরাগী কম নয়। তবে জীবনে তিনি কোনও চরিত্রকেই ছোট বলে মনে করেননি। কারণ একটাই, তিনি প্রতিটা চরিত্রে কিছু না কিছু নতুন করার চেষ্টা করতেন। নিজেকে গড়তেন ভাঙতেন। আজও সেই ফরমুলাতেই হিট তিনি।
