KBC 17: অমিতাভের সঙ্গে ‘অভদ্র’ আচরণ খুদে প্রতিযোগীর, কী ঘটল ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে?
সম্প্রতি কৌন বনেগা ক্রোড় পতির ১৭ সিজনে প্রতিযোগীর আসনে দেখা গিয়েছে পঞ্চম শ্রেণীর খুদে প্রতিযোগী ঈশিক ভাটকে। হটসিটে বসে খুদে ঈশিতের আচরণ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সোশাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশের মতে, অমিতাভ বচ্চনের মতো একজন বর্ষীয়ান মানুষের সঙ্গে অভদ্র ব্যবহার করেছে ঈশিত।

একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে পঞ্চম শ্রেণীর ছাত্র ঈশিত ভাটের উপর। সোশাল মিডিয়ায় কেউ ঈশিতকে পাকা ছেলের বলে সম্বোধন করছেন। কেউ আবার অসভ্য বলতেও আটকাচ্ছেন না। কেউ কেউ আবার স্পষ্ট অভিযোগের আঙুল তুলছেন ঈশিতের মা-বাবার উপর। অনেকের কথা, মা-বাবা সঠিক শিক্ষা দিলে এমনটা হতই না!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি কৌন বনেগা ক্রোড় পতির ১৭ সিজনে প্রতিযোগীর আসনে দেখা গিয়েছে পঞ্চম শ্রেণীর খুদে প্রতিযোগী ঈশিক ভাটকে। হটসিটে বসে খুদে ঈশিতের আচরণ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সোশাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশের মতে, অমিতাভ বচ্চনের মতো একজন বর্ষীয়ান মানুষের সঙ্গে অভদ্র ব্যবহার করেছে ঈশিত। নিজের বয়সের তুলনায়, তাঁর কথা এবং আচরণ মোটেই ঠিক ছিল না বলে অভিযোগ অনেকের।
তা ঠিক কী করেছিল ঈশিত?
গুজরাতের বাসিন্দা ঈশিত। মা-বাবাকে সঙ্গে নিয়েই এসেছিল কৌন বনেগা ক্রোড়পতিতে। সুযোগ পেয়ে অমিতাভের বিপরীতে হটসিটে বসেছিল। তবে খেলা শুরু হতেই ঈশিতের ব্যবহার দেখে হতবাক দর্শকরা। অমিতাভের প্রায় প্রতিটি কথাতেই বাধা দিয়ে কথা বলতে শুরু করে ঈশিত। অমিতাভ খেলার নিয়ম বোঝাতে শুরু করলে, তাঁকে স্পষ্ট বলে দেয়, আমি সব নিয়ম জানি। তাই আমাকে নিয়ম বোঝাতে হবে না। এমনকী, প্রশ্নের সঙ্গে যে উত্তরের অপশন দেওয়া হয়, তাও বিগ বিকে বলতে বারণ করে ঈশিত।
ঈশিতের এমন আচরণকেই অভদ্র বলে দাবি করছে নেটদুনিয়ার একাংশ। এমনকী, এই খেলায় বেশি দূর এগোতেও পারে না খুদে ঈশিত।
ঈশিতের এমন আচরণ দেখেই নেটদুনিয়ায় সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন ঈশিতের পারিবারিক শিক্ষার উপর। চুপ থাকেননি অমিতাভও। তিনি জানান, ”কখনও কখনও বাচ্চারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ভুল করে ফেলে।” ঈশিতের এমন আচরণের ভিডিয়ো ভাইরাল হলেও, ঈশিতের পরিবারের তরফ থেকে এখন পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।
