Oindrila Sen: এই বছর দুর্গাপুজো কীভাবে কাটাবেন ঐন্দ্রিলা সেন?

এই চারটে দিন শুধু কাছের মানুষের সঙ্গে সময় কাটানো। পুজোর আগে টিভি নাইন বাংলার মুখোমুখি অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। অঙ্কুশ, ঐন্দ্রিলা জুটি টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি।

শরতের আকাশের মুখ ভার। কখনও বৃষ্টি। পেঁজা তুলোর মতো মেঘের দেখা মেলা ভার । কিন্তু রাস্তার দুধারে ফুটে ওঠা কাশবন দিচ্ছে আগমনীর বার্তা। হ্যাঁ মা আসছে। ছাতিম ফুলের গন্ধে ম ম চারিদিক। ঝড়, বৃষ্টি মেঘের মাঝেও  মা আসার আনন্দে সেজে উঠেছে কলকাতা শহর। পুজোর শপিং, পুজোর প্ল্যানই এখন প্রতি বাড়িতে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই উৎসাহ, এই আলোচনা কি শুধুই মধ্যবিত্ত আমবাঙালির ড্রইংরুমের? না সেটা ভাবলে একদমই ভুল হবে। এই একটা সময় মধ্যবিত্ত আমবাঙালি থেকে তারকা সবার বাড়িতেই থাকে উৎসবের আমেজ। সারাবছরের ব্যস্ততা ভুলে এই চারটে দিন শুধু কাছের মানুষের সঙ্গে সময় কাটানো। পুজোর আগে টিভি নাইন বাংলার মুখোমুখি অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। অঙ্কুশ, ঐন্দ্রিলা জুটি টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি। এই বছর পুজোয় ঐন্দ্রিলার প্ল্যান কী? প্যান্ডেলে ঘোরা , ছোটবেলার চাঁদা তোলা থেকে পুজোর প্রেম অকপট আড্ডায় অভিনেত্রী।

Click on your DTH Provider to Add TV9 Bangla