নিজের ছেলের এক নম্বর চিয়ার লিডার অমিতাভ বচ্চন। সম্প্রতি ছেলেকে নিয়ে কেউ ট্রোল করলেই গর্জে উঠছেন বিগ বি। যদিও প্রতিবারই নিজের অভিনয় প্রতিভাকে প্রমাণ করেছেন অভিষেক। নিজের পরবর্তী ছবি ‘দশভি’ নিয়ে ব্যস্ত হয়েছেন অভিষেক। আর ছেলের ছবি সানন্দের সঙ্গে প্রচার করছেন বাবা অমিতাভ। কিন্তু তা করতে গিয়ে তিনি ট্রোলও হয়েছেন টুইটারে।
কিন্তু তাতে চুপ থাকেননি পাপা বচ্চন। বলেছেন, “হ্যাঁ আমি প্রচার করি। কী করে নেবেন করে নিন।”
অভিষেক বচ্চন তাঁর দশম শ্রেণির পরীক্ষার্থী বন্ধু যারা, তাঁর মতো বোর্ড দিচ্ছে, তাদের শুভেচ্ছা জানিয়েছেন। মহামারীর পর এ বছর আবার স্বাভাবিক ভাবে সকলে পরীক্ষা দিতে পারছে। কিন্তু হঠাৎ তিনি কেন দশম শ্রেণির পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন? কেবল শুভেচ্ছাতেই থেমে থাকেননি জুনিয়র বচ্চন। জানিয়েছেন, পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার পর রয়েছে ‘পয়সা উসুল’ করা চমকও।
বিষয়টা কি? আর তাঁর সঙ্গে গঙ্গা রাম চৌধুরির কী সম্পর্ক? আসলে অভিষেকের নতুন ছবির নাম ‘দসভি’। তাঁর চরিত্রের নাম গঙ্গারাম। সে দশম শ্রেণির পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। নিজের ইনস্টাগ্রামে সিনেমার একটি ছবি পোস্ট করে মজা করে সকলকে তৈরি হতে বলেছিলেন অভিষেক। কেন গঙ্গা এই বয়সে দশম শ্রেণির পরীক্ষা দিচ্ছে, তা জানতে অপেক্ষা ৭ এপ্রিল পর্যন্ত। ছবিটি নেটফ্লিক্স আর জিও সিনেমাতে মুক্তি পাবে ৭ এপ্রিল। আর সেই কারণেই তিনি বলেছেন পরীক্ষার পর সকলে মিলে ছবি দেখতে পারবেন। তুষার জলোটা পরিচালিত এই ছবিতে অভিষেকের সঙ্গে রয়েছেন ইয়ামি গৌতম, নিমরত কৌর।
আরও পড়ন: Rudranil Ghosh: ‘গুড় বাতাসা’-সহ ‘একগ্লাস জল’ খেতে অনুব্রত মণ্ডলের বাড়ি যেতে চান রুদ্রনীল
নিজের ছেলের এক নম্বর চিয়ার লিডার অমিতাভ বচ্চন। সম্প্রতি ছেলেকে নিয়ে কেউ ট্রোল করলেই গর্জে উঠছেন বিগ বি। যদিও প্রতিবারই নিজের অভিনয় প্রতিভাকে প্রমাণ করেছেন অভিষেক। নিজের পরবর্তী ছবি ‘দশভি’ নিয়ে ব্যস্ত হয়েছেন অভিষেক। আর ছেলের ছবি সানন্দের সঙ্গে প্রচার করছেন বাবা অমিতাভ। কিন্তু তা করতে গিয়ে তিনি ট্রোলও হয়েছেন টুইটারে।
কিন্তু তাতে চুপ থাকেননি পাপা বচ্চন। বলেছেন, “হ্যাঁ আমি প্রচার করি। কী করে নেবেন করে নিন।”
অভিষেক বচ্চন তাঁর দশম শ্রেণির পরীক্ষার্থী বন্ধু যারা, তাঁর মতো বোর্ড দিচ্ছে, তাদের শুভেচ্ছা জানিয়েছেন। মহামারীর পর এ বছর আবার স্বাভাবিক ভাবে সকলে পরীক্ষা দিতে পারছে। কিন্তু হঠাৎ তিনি কেন দশম শ্রেণির পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন? কেবল শুভেচ্ছাতেই থেমে থাকেননি জুনিয়র বচ্চন। জানিয়েছেন, পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার পর রয়েছে ‘পয়সা উসুল’ করা চমকও।
বিষয়টা কি? আর তাঁর সঙ্গে গঙ্গা রাম চৌধুরির কী সম্পর্ক? আসলে অভিষেকের নতুন ছবির নাম ‘দসভি’। তাঁর চরিত্রের নাম গঙ্গারাম। সে দশম শ্রেণির পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। নিজের ইনস্টাগ্রামে সিনেমার একটি ছবি পোস্ট করে মজা করে সকলকে তৈরি হতে বলেছিলেন অভিষেক। কেন গঙ্গা এই বয়সে দশম শ্রেণির পরীক্ষা দিচ্ছে, তা জানতে অপেক্ষা ৭ এপ্রিল পর্যন্ত। ছবিটি নেটফ্লিক্স আর জিও সিনেমাতে মুক্তি পাবে ৭ এপ্রিল। আর সেই কারণেই তিনি বলেছেন পরীক্ষার পর সকলে মিলে ছবি দেখতে পারবেন। তুষার জলোটা পরিচালিত এই ছবিতে অভিষেকের সঙ্গে রয়েছেন ইয়ামি গৌতম, নিমরত কৌর।
আরও পড়ন: Rudranil Ghosh: ‘গুড় বাতাসা’-সহ ‘একগ্লাস জল’ খেতে অনুব্রত মণ্ডলের বাড়ি যেতে চান রুদ্রনীল