জনবহুল রাস্তা, সারি সারি দাঁড়িয়ে রয়েছে গাড়ি। তবে আরোহীদের চোখ আটকে এক নির্দিষ্ট বাইকের দিকেই। হবে নাই বা কেন? বাইকে বসে আছেন কমেডি কিং কপিল শর্মা। পিঠে নীল রঙের ব্যাগ, গায়ে কমলা জাম– ঠিক যেন ডেলিভারি বয়। এই ছবিই এখন নেটপাড়ায় ব্যাপকহারে ভাইরাল। কিন্তু এই ছবির নেপথ্যে কাহিনীটা ঠিক কী এই প্রশ্ন নিশ্চয়ই আপনারও মনে এসেছে?
আপনাদের জানিয়ে রাখি, কপিল তাঁর পেশা পরিবর্তন করেননি। এই মুহূর্তে তিনি রয়েছে ওড়িশায়, সেখানেই নন্দিতা দাশের ছবির শুটিংয়ে বেশ ব্যস্ত কপিল। আর সূত্র বলছে ওই ছবিতে নাকি কপিলকে দেখা যাবে খাবার সরবরাহকারী সংস্থার কর্মী হিসেবে। কপিল কাজের ব্যাপারে খুব সিরিয়াস। হতে পারে ‘রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স’ নিতেই বেশ বদলে রাস্তায় বেরিয়ে পড়েছেন তিনি। তবে ভক্তদের চোখ কে কি আর অত সহজে ফাঁকি দেওয়া যায়? বেরতেই তিনি ক্যামেরাবন্দি। ছবিও ভাইরাল।
কপিলকে ট্যাগ করেই এক ভক্ত লিখেছেন, “স্যরজি আপনাকে আমি তো লাইভ দেখে নিলাম।” কপিল অবশ্য এখানেও মোজা করতে ছাড়েননি। সেই ভক্তকে পাল্টা তাঁর রসিকতা, “কাউকে আমার বোলো না যেন”। তবে তাঁর নতুন ছবির জন্য এসেছে রাশি রাশি শুভেচ্ছাবার্তাও।
দিন কয়েক আগেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করেন কপিল শর্মা ও নন্দিতা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন কপিল নিজেই। লিখেছিলেন, “ওড়িশার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে খুবই ভাল লাগল। এত ভাল আতিথেয়তায় মনে হল যেন বাড়িতেই রয়েছি। সারা জীবন ওড়িশা আমার হৃদয়ে রয়ে যাবে।”
Good luck Kapil sir for your coming movie. Shooting is going on road and you are looking handsome and innocent as a delivery boy with blue pitty bag on bike …?????? https://t.co/EZlZVn4HXA
— Rajinder Sharma (@Rajinde99718546) March 19, 2022
আরও পড়ুন- বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত পরিচালক-পুত্র, হোলির দিনেই বর্ণহীন পরিবার