Girish Malik’s Son: বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত পরিচালক-পুত্র, হোলির দিনেই বর্ণহীন পরিবার

Girish Malik's Son: হোলির দিনেই অঘটন পরিচালক গিরীশ মালিকের পরিবারের। রঙ খেলে এসেই বাড়ির পাঁচতলা থকে পড়ে মৃত্যু হল পরিচালকের ১৭ বছরের ছেলের।

Girish Malik's Son: বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত পরিচালক-পুত্র, হোলির দিনেই বর্ণহীন পরিবার
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2022 | 3:30 PM

হোলির দিনেই অঘটন পরিচালক গিরীশ মালিকের পরিবারের। রঙ খেলে এসেই বাড়ির পাঁচতলা থকে পড়ে মৃত্যু হল পরিচালকের ১৭ বছরের ছেলের। শুক্রবার ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল মুম্বইয়ের আন্ধেরি অঞ্চল।

সূত্রের খবর, কাছেই হোলি উদযাপন করতে গিয়েছিল পরিচালক পুত্র মনন। বিকেলবেলার দিকে বাড়ি ফিরে সে। এর পরেই বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা। তাঁকে তৎক্ষণাৎ শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান বেকায়দাই পড়ে গিয়েছে মনন। তবে আত্মহত্যা না দুর্ঘটনা নিশ্চিত করতে শুরু হয়েছে তদন্ত।

সঞ্জয় দত্ত অভিনীত ‘তোড়বাজ’ ছবির পরিচালক গিরীশ। তাঁর পরিবারের এই আচমকা দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন সঞ্জয় দত্ত ও ছবির প্রযোজক রাহুল মিত্র। টাইম অব ইন্ডিয়াকে রাহুল বলেন, “আমি ঘটনা মেনে নিতে পারছি না। এই মাত্র সঞ্জু (সঞ্জয় দত্ত)কে জানালাম। ও ভেঙে পড়েছে। তোড়বাজ বানানোর সময়েই মননের সঙ্গে আমার বেশ কয়েক বার দেখা হয়েছে। ও ভীষণ গুণী। ঈশ্বর গিরীশ ও তাঁর পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি দিক।”

পরিচালনার পাশাপাশি গিরীশ একজন অভিনেতা ও প্রযোজক। তাঁর জল, তোড়বাজ ছবি বেশ আলোচিত। ২০১৩ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ছেলের মৃত্যুতে শোকে পাথর গিরীশ। এত কম বয়সে তরতাজা প্রাণের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না গোটা পরিবার। রঙের দিনেই যে বেরঙিন হয়ে যাবে জীবন এখনও বিশ্বাস হচ্ছে না তাঁদের।