সদ্য ওয়েব সিরিজ মুক্তিকে কেন্দ্র করে সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্নের মুখে অভিনেতা রাহুল বসু। একের পর এক ভাল ছবি উপহার দেওয়া এই সেলেব আজও কেন একা! প্রশ্ন হাজার থাকলেও, কোথাও গিয়ে যেন যথাযথ উত্তর ছিল না ভক্তমহলের কাছে। কী, কেন, কী কারণে, এহেন নানান প্রশ্নে জেরবার হওয়া সেলেব এবার নিজেই রহস্য ফাঁস করে জানিয়ে দিলেন ৫৭ বছর বয়সেও কেন তিনি এখনও অবিবাহিত। তবে কি মনের মানুষ পেলেন না জাপানিস ওয়াইফের অভিনেতা!
সদ্য Eternally Confused and Eager for Love সিরিজ মুক্তি পেয়েছে তাঁর। দোলের দিন নেটফ্লিক্সে এই সিরিজ নিয়ে হাজির রাহুল বসু, যার চিত্রনাট্যের মূল কেন্দ্রেই রয়েছে সম্পর্কের ওঠাপড়ার কাহিনি। কোথাও গিয়ে যেন চেনা ছন্দেই গল্প বলা, টিনেজ জীবনে ঠিক যে যে সমস্যা দেখা দেয়, তার মধ্যে অন্যতম হল সম্পর্ক। আর সেই সম্পর্কের রোলারকোস্টারে বিভ্রান্ত হয়ে ওঠা এক যুবকের বাবার পাঠই তিনি করছেন, কিন্তু তাঁর নিজের জীবনে! আদৌ কি সম্পর্ক নিয়ে কখনও কোনও প্রশ্ন ছিল মনে, কেন আজও তিনি অবিবাহিত! প্রশ্ন শুনে সপাট উত্তর রাহুলের, তিনি চাননি কোনও দিন বিয়ে করতে। একটা সুষ্ঠ, ভালো সম্পর্ক বরাবরই সকলের চাহিদা থাকে, তাঁরও রয়েছে, এমন কি সম্পর্কের খিদে যে ঠিক কী পরিমাণে রয়েছে, তিনি তা বলে বোঝাতেই পারবেন না বলেও জানান।
কিন্তু এখানেই ইতি, দীর্ঘ হোক সম্পর্ক, সুস্থ হোক, কিন্তু তা যেন বিয়েতে পরিণত না হয়। সময়ের সঙ্গে সঙ্গে এমন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন বিষয়টা এমন নয়, বরং উল্টোটাই ঘটে। তিনি সাফ জানিয়েছিলেন, মাত্র ১৮ বছর বয়সেই স্থির করা সিদ্ধান্তের কথা, বিয়ে তিনি করবেন না। সেই বয়সেই নিজের মত নিয়ে ঠিক এতটাই আত্মবিশ্বাসী ছিলেন তিনি। যদিও তাঁর মা জানিয়েছিলেন, একদিন তা মিথ্যে প্রমাণ হবে। অভিনেতার কথায় আজ মা থাকলে দেখতেন, তিনি ভুল বলেননি, কারণ তিনি আজও অবিবাহিত। সিরিজে সম্পর্কে জেরবার এক যুবকের বাবা হিসেবে নিজের সঙ্গে পর্দার পুত্রের কোনও মিলই পান না তিনি, এমনটাই মত স্টারের। তবে চরিত্রের দিক থেকে বরাবরই নিজেকে ভেঙে গড়ার ঠিক কতটা ক্ষমতা রাখেন বারে বারে প্রমাণিত।
আরও পড়ুন- Viral Video: বি-টাউনে হোলি-র গালা পার্টি, রঙিন শাহরুখ-গৌরীর কাণ্ড-র স্মৃতিতে বিভোর নেটপাড়া