জলসার মুক্তি নিয়ে নেট দুনিয়ায় বেশ কয়েকদিন ধরেই নিত্য আনাগোনা বিদ্যা বালানের। প্রতিটা পদে পদে তিনি নিজেকে ঠিক যেভাবে তুলে ধরতে পছন্দ করেন, তারই নিদর্শণ মেলে তাঁর ভাইরাল হওয়া স্টেটমেন্টে। আর সিনে দুনিয়ায় প্রচার মানেই মুখোমুখি সুপারস্টার, একাধিক প্রশ্নের মাঝে উত্তর দিয়ে ব্যালন্স বজায় রাখাটাই বর্তমান সময়ে মূল বিষয় হয়ে দাঁড়ায়। আর ঠিক সেই কারণেই নেটিজেনদের মুখের ওপর সপাট জবাব দেওয়ার ক্ষমতা না রাখলেই বিপদ। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া বিদ্যার কাছে যদি বেফাঁস মুখ খোলার চেষ্টাও কেউ করেন, তবে উত্তরটা খুব সহজভাবে উল্টোই মেলে।
সম্প্রতি এমনই পরিস্থিতির সম্মুখীন হতে হল এক ভক্তকে। ওটিটি-তে সদ্য মুক্তি পেল ছবি জলসা। সেই ছবির প্রচারেই তিনি জানিয়ে ছিলেন ভক্তরা তাঁকে যা ইচ্ছে তাই প্রশ্ন করতে পারে। আর সেখানেই বিদ্যা একটি ছবি শেয়ার করতেই ভক্তদের মধ্যে একজন লিখে বসলেন তিনি কেন হট ছবি পোস্ট করছেন না। উত্তরে বিদ্যার কথায়, যা গরমে শ্যুটিং করতে হবে, বর্তমানে তাঁর প্রতিটা ছবিই হট। আর এই পোস্ট মুহূর্তে নেট পাড়ায় ভাইরাল হয়ে যায়। হোলি উপলক্ষ্যেই মুক্তি পেয়েছে জলসা।
একের পর এক মহিলা দাপটে ছবির দুনিয়া কাঁপাচ্ছে বলিউড। সেই তালিকায় দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের পর এবার পালা বিদ্যা বালানের। তবে ওটিটি মুক্তিতে এই প্রথম নন তিনি। বিদ্যা বরাবরই স্পষ্ট বক্তা। সিনেদুনিয়ায় বডি শেমিং থেকে শুরু করে রিজেকশন, সব কিছুরই সাক্ষী থেকেছেন তিনি। বিদ্যা বালান মানেই বি-টাউনে দাপটের সঙ্গে নিজেকে একক ছবিতে ফ্রেম করার অপর নাম। তবে সম্প্রতি আলিয়ার এই রেকর্ডকেও সাধুবাদ জানিয়েছেন তিনি। এক মহিলা নির্ভর ছবি বক্স অফিসে এত আয় এনে দিচ্ছে, তা এক কথায় গর্বের। কেবল নেটপাড়া নয়, একবার খোদ সলমন খানও বিদ্যাকে কটাক্ষ করেছিলেন তাঁর ফিগার নিয়ে, একটি পেইন্টিং দেখে তিনি বলেছিলেন, আঁকতে বলা হয়েছিল ক্যাটরিনা কাইফ, তিনি এঁকে বসে আছেন বিদ্যা বালানকে। এরপর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছিল নেটদুনিয়া। তবে বর্তমানে তা অতীত। এখন বিদ্যার দাপটে সিনেদুনিয়ায় লক্ষ্মীলাভ অবিসম্ভাবী।
আরও পড়ুন- Unknown Facts: ছিল না বিন্দুমাত্র সংযম, রাতারাতি মদ্যপান ছাড়ার সিদ্ধান্ত আমিরের
আরও পড়ুন- Unknown Facts: পুরুষদের এই জিনিসটি ভীষণ পছন্দের আলিয়ার, রইল রণবীর-প্রেমিকার গোপন ফান্ডা