Hansika Motwani: হনসিকার বিয়ে এখন ওটিটি প্ল্যাটফর্মের রিয়্যালিটি শো… দেখুন কী হবে তাতে!
Hansika Motwani: সেই শোয়ের নাম 'হনসিকা'স লাভ শাদি ড্রামা'। তাঁর অন্যান্য ছবি এবং শো থেকে একেবারেই ভিন্ন হতে চলেছে এই শো।
সোশ্যাল মিডিয়ায় এসে নিজের পরবর্তী শোয়ের কথা ঘোষণা করলেন অভিনেত্রী হনসিকা মোটওয়ানি। সেই শোয়ের নাম ‘হনসিকা’স লাভ শাদি ড্রামা’। তাঁর অন্যান্য ছবি এবং শো থেকে একেবারেই ভিন্ন হতে চলেছে এই শো। এখানে হনসিকা এবং তাঁর স্বামী ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার সত্যি জীবনের বিয়েকে তুলে ধরা হবে। এবং সেটি হবে একটি রিয়ালিটি শোয়ের মতো। বিষয়টি দেখান হবে ডিজ়নি হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে। ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিয়ো মারফত তাঁরই শোয়ের কথা ঘোষণা করেছেন হনসিকা। তিনি বলেছেন, “হাই, আমি হনসিকা মোটওয়ানি। আমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমি বিয়ে করেছি।” তারপর হনসিকার নিজের হাতের বড় হীরের আংটিটি দেখান। এবং এও বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমার চেহারায় বিয়ের জেল্লা। এবার আপনারা আমার গোটা বিয়ের পর্বই ডিজ়নি হটস্টারে দেখতে পাবেন।”
বেশ মজা করে তৈরি করা হয়েছে প্রোমো ভিডিয়োটি। তাতে যোগ করা হয়েছে ‘ড্রামা’ (প্রোমো) শব্দটিও। এসব দেখে ঘাবড়ে গিয়ে বিয়ের ভিডিয়োটি দেখতে চেয়েছেন হনসিকা। বলেওছেন, তিনি ভয় পাচ্ছেন।
ঘোষণার এই ভিডিও শেয়ার করে হনসিকা লিখেছেন, “নাটক ছাড়া বিয়ে হয় নাকি। ‘হনসিকা’স লাভ শাদি ড্রামা’ শীঘ্রই আসছে। তাতে একজন অনুরাগী লিখেছেন, “আমরা দারুণ এক্সাইটেড। অন্য একজন সমালোচনা করে লিখেছেন, “এখন যে কেন সকলে বিয়েকে শোয়ে রূপান্তরিত করছে।”
View this post on Instagram
২০২২ সালের ডিসেম্বর মাসে সিন্ধি রীতি মেনে দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী সোহেল কাঠুরিয়াকে বিয়ে করেছেন হনসিকা। সেই বিলাসবহুল বিয়েতে কেবলই উপস্থিত ছিলেন দম্পতির কাছের বন্ধু এবং আত্মীয়-পরিজনেরা। বিয়ের সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে আর সবই দেখান হবে এই শোতে।