সাম্প্রতিক মার্কিন সফরে ভারতের সংখ্যালঘুদের অধিকার নিয়ে সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভারতে মুসলিমদের অধিকার রক্ষার বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে সে প্রশ্নের উত্তর দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার এক সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গই টেনে এনে হুমা কুরেশিও পড়লেন এক প্রশ্নের মুখে। তাঁকে প্রশ্ন করা হয়, বলিউডে ধর্মীয় মেরুকরণ রয়েছে কিনা? মুসলিম হওয়ার কোনও বাড়তি সুবিধে অথবা অসুবিধের মুখোমুখি তাঁকে হতে হয়েছে কিনা? সাংবাদিকের এই প্রশ্নে হুমা বলেন, “আমার কখনও মনেই হয়নি আমি মুসলিম। এ দেশে বাস করে কখনও মনে হয়নি আমি আলাদা।” তিনি যোগ করেন। “দিল্লির কৈলাস কলোনিতে আমার বাবা আজ ৫০ বছর ধরে এক রেস্তরাঁ চালাচ্ছে যার নাম ‘সালিম’। তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে, আমি কোনও ধর্মীয় মেরুকরণ বা বিভাজনের মুখোমুখি হইনি।” তিনি এও যোগ করেন, “আমি অনুভব করিনি। অন্য কেউ করতে পারেন। আমার মনে হয়, প্রশ্ন তোলা উচিৎ। সকল সরকারই উত্তর দিতে বাধ্য।”
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘কিচেন কুইন’ তারলা দালালের বায়োপিকে কাজ করছেন হুমা। যা জি-ফাইভে দেখা যাচ্ছে। সম্প্রতি অভিনেতা হিসেবে শো-বিজে দশ বছর পার করেছেন হুমা। সে প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “একটা লম্বা সফর। সহজ ছিল না। আমার কোনও তাড়া ছিল না। আমি যা করেছি ভালবেসেই করেছি।” এই মুহূর্তে হাতে বেশ কিছু কাজ রয়েছে হুমার। এর মধ্যে বেশিরভাগই ওটিটি মাধ্যমে।