অপরাজিতা আঢ্য বরাবরই হাসিমুখে মনের কথা খুলে বলতে পছন্দ করেন। তাঁর মধ্যে নেই তেমন কোন রাগ ঢাক। মনের অভিমান যেমন উগরে দিতে পারেন তিনি সহজে, তেমনই আবার প্রাণ খুলে হাসি ঠাট্টা করে থাকেন তিনি। তাই সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন পোস্ট নিয়ে ভক্তদের দরবারে হাজির হন অভিনেত্রী। সিনেমা থেকে সিরিয়াল, প্রতিটা ক্ষেত্রেই দাপটের সঙ্গে রাজত্ব করছেন সকলের প্রিয় লক্ষ্মী কাকিমা। পরিবার নিয়ে ব্যস্ততা ও তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে অভিনয়ের কাজ। যদিও এর মাঝে শখ আহ্লাদ কিছুই ছাড়েননি তিনি, জীবনটাকে সাময়িক সময়ের জন্য হলেও উপভোগ করতে পছন্দ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি।
নিত্য নতুন পোস্ট করে থাকেন ভক্তদের জন্য। পোজ দিয়ে ছবি তোলেন, মনের ইচ্ছে হলেই নাচ করেন, রিলস বানান, সবই করে থাকেন অপরাজিতা। এবার সকলের সঙ্গে নেচে নজর কাড়লেন তিনি। পাশাপাশি শেয়ার করলেন একাকী একটি নৃত্যও। আর সেই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে যা লিখলেন, তা মুহূর্তে নজর কাটল ভক্তদের। তিনি লিখলেন, যদি চোখের জল পড়ে তবে তা জন্য লজ্জিত হওয়ার কোনও কারণ নেই। চোখের জল ফেলে দুঃখিত বললেন না। এই অনুভূতি যদি না থাকে, তাহলে তো আপনি রোবর্ট হয়ে গেলে। তার এই মন ভাল করা পোস্ট দেখামাত্রই ভক্তদের মন আনন্দে ভরল। বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অপরাজিতা আঢ্য। সদ্য একটি ওটিটির কাজও শুরু করেছেন তিনি। আসছে ‘চিনি ২’ ছবিও। সব মিলিয়ে অপরাজিতা এখন টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী। তাঁর ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। কমেন্ট বক্সে ভালবাসায় ভরিয়ে দিলেন ভক্তরা।