Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিদ্যা থেকে মনোজ…ওটিটিতে আসছে একগুচ্ছ সিরিজ-ছবি, কবে, কোথায় দেখা যাবে?

আপনার পছন্দ কোনটি?

বিদ্যা থেকে মনোজ...ওটিটিতে আসছে একগুচ্ছ সিরিজ-ছবি, কবে, কোথায় দেখা যাবে?
‘দ্য ফ্যামিলি ম্যান ২’
Follow Us:
| Updated on: May 28, 2021 | 3:08 PM

 

প্যান্ডেমিকে ওটিটির রমরমা। বলি-হলির বেশি কিছু এ-লিস্টার এবার ঝুঁকেছেন ওয়েব সিরিজে। আসছে ফ্যামিলি ম্যান ২, রয়েছে আরও একগুচ্ছ সিরিজ। কোথায়, কবে, কোন সিরিজ মুক্তি পাচ্ছে সে হদিশই দিল টিভিনাইং বাংলা। এক ঝলকে দেখে নিন।

দ্য ফ্যামিলি ম্যান (২)
মুখ্য চরিত্রে মনোজ বাজপেয়ী। রয়েছেন সামান্থা আক্কিনেনিও। প্রথম সিজনের অনেক না বলা উত্তর পাওয়া যেতে পারি এই সিজনে । মুক্তি পাবে জুন মাসের ৪ তারিখ। দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে।

আরও পড়ুন- লকডাউনের মেয়াদ বৃদ্ধিতে ধারাবাহিকের শুটিং হবে বাড়ি থেকেই? কী জানাচ্ছেন পরিচালক-প্রযোজকরা

সানফ্লাওয়ার
এই সিরিজের মধ্যে দিয়েই ওটিটি দুনিয়ায় মুখ্য চরিত্রে পা রাখবেন কমেডিয়ান সুনীল গ্রোভার। এর আগে তিনি যে সিরিজে অভিনয় করেছে ন্তা সবই পার্শ্বচরিত্রে। মুম্বইয়ের এক মধ্যবিত্তের অ্যাপার্টমেন্ট যার নাম ‘সানফ্লাওয়ার’ তা নিয়েই সিরিজটি। জিফাইভে জুন মাসের ১১ তারিখ থেকে দেখা যাবে সিরিজটি।

সুইট টুথ
রবার্ট ডাউরি জুনিয়র প্রযোজিত এই নেটফ্লিক্স অরিজিনাল আসছে জুন মাসের ৪ তারিখ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে টিজার। তা প্রশংসাও কুড়িয়েছে অনেকটাই।

শেরনি
এই ছবির মধ্যে দিয়েই ওটিটিতে পা রাখছেন বিদ্যা বালান। পরিচালক অমিত মাসুরকর। যার পরিচালিত ‘নিঊটন’ বেশ নাম করেছিলেন সমালোচকদের আতসকাচে। এক ফরেস্ট অফিসারের চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। ছবিটি মুক্তি পাবে জুন মাসেই। দেখা যাবে অ্যামাজন প্রাইমে।

ফাদারহুড
মাতৃত্ব এবং পিতৃত্বর দ্বন্দ্ব নিয়ে ছবি। মুক্তি পাবে ১৮ জুন। দেখা যাবে নেটফ্লিক্সে।