ট্রোল যেন কিছুতেই পিছু ছাড়ছে না, অভিনেত্রী কাজল সোশ্যাল মিডিয়ায় বরাবরই এক চর্চিত নাম। অভিনয়কে কেন্দ্র করে যতটা প্রশংসা কুড়িয়েছেন তিনি দর্শক দরবার থেকে ততটাই ট্রোলের তালিকায় জায়গা করে নিয়ে থাকেন অনায়াসে। কখনও প্রকাশ্যে চলতে চলতে পড়ে গিয়ে ট্রোল কখনও আবার বেফাঁস মন্তব্য করে কটাক্ষের শিকার হন অভিনেত্রী। তবে না, এবার আর তাঁর নিজের কোনও দোষ নেই। এবার তাঁর স্বামী অজয় দেবগনকে নিয়ে রীতিমতো কটাক্ষের শিকার হতে হলে তাঁকে। বলিউড পাপারাৎজি কালচারের মধ্যে বর্তমানে অন্যতম বিষয় হল বিমানবন্দরে ফটোগ্রাফি। চিত্র গ্রাহকরা প্রতিটা মুহূর্তে মুখিয়ে থাকেন সেলেবদের ফ্রেমবন্দি করবেন বলে।
এমনই একদিনে হঠাৎই বিমানবন্দরে দেখা গেল কাজলকে বেরিয়ে আসতে। দ্রুতগতিতে হাঁটতে থাকো অভিনেত্রীর ভিডিয়ো তুলতে গিয়ে হুর মুড়িয়ে পড়ে গেলেন এক চিত্র গ্রাহক। দেখে কিছুটা দাঁড়িয়ে গেলেন অভিনেত্রী, নিজে হাতে তুলে দিলেন তাঁর ফোন, এরপর বেরিয়ে গেলেন হনহন করে। প্রাথমিকভাবে অভিনেত্রীর এই আচরণে প্রশংসাই কুড়লেন তিনি তবে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট হতেই নানা রকম মন্তব্যে ভরতে থাকলে কমেন্ট বক্স। কেউ বললেন বোধহয় ওই চিত্রগ্রাহক তামাক সেবন করেছিলেন, আবার কেউ বললেন, এতদিন কাজল পড়ে যেতেন এখন তাঁকে দেখতে গিয়ে অন্যরা পড়ে যাচ্ছেন।
যদিও ট্রোল কিংবা কটাক্ষকে বরাবরই বুড়ো আঙ্গুল দেখিয়ে এসেছেন অভিনেত্রী। তাঁকে নিয়ে কোনও সমালোচনা কোনও চর্চাতেই কোনওদিন মুখ খুলতে দেখা যায়নি কাজলকে। বরং জোর গলায় এসবকে এড়িয়ে নিজের মতামত স্পষ্ট করে বুঝিয়ে দিতে পিছপা হানি কোনওদিন। তবে বর্তমানে তামাকের বিজ্ঞাপনে অজয় দেবগনকে নিয়ে চর্চায় উঠে আসা নানা খবরের জেরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কাজলকেও। যদিও এতদিনে তা অভ্যাসে পরিণত হয়েছে অভিনেত্রীর। কারণ এই বিজ্ঞাপন সংস্থা সঙ্গে সবার প্রথম চুক্তিবদ্ধ হয়েছিলেন অজয় দেবগন। পরবর্তীতে শাহরুখ খান ও অক্ষয় কুমারের নাম জড়ায় সংস্থার সঙ্গে। যা নিয়ে নিত্য চর্চা বচসা আজও জারি।