করণ জোহর, কেরিয়ারের শুরু থেকেই বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। যদিও ট্রোল কিংবা কটাক্ষ কোনওটাই তাঁর পিছু ছাড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে গিয়েছে তার প্রকোপ। স্টারকিডদের সঙ্গে তাঁর সম্পর্ক থেকে শুরু করে স্বজন পোষন ঘিরে বলিউডে রাজস্ত করা, সবটাই কোথাও গিয়ে যেন মিলেমিশে একাকার। প্রথম থেকেই এই পরিস্থিতির সঙ্গে নিজেকে বেশ মানিয়েও নিয়েছেন করণ। তিনি সবটাই নজরে রাখেন, তাঁকে নিয়ে কে কখন কী বলছেন, কিছুই নজর এড়ায় না তাঁর। এর প্রমাণই হল কফি উইথ করণ শোয়ের নতুন সিজ়ন। আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে কফি উইথ করণ শো। তারই মাঝে একাধিক প্রোমো ভাইরাল হল করণ জোহরের সুবাদে।
এক অন্যস্বাদে অন্য ছাঁচে গড়েছেন তিনি এবারের এই টক শোয়ের চিত্রনাট্য। করণ জোহর প্রথম থেকেই নিজের সম্পর্কে রটা সমস্ত ট্রোলের পয়েন্ট নিজেই বলে দিয়েছেন। যার ফলে নেটদুনিয়ার নতুন করে কিছু বলার নেই। কিন্তু করণ যতই এই বিষয়টাকে স্পোর্টিংলি নিক না কেন, ট্রোলারদের স্বভাব বদলানোর নয়। আর তাই এবার এই শোয়ের অন্দরমহলের ভিডিয়ো ভাইরাল হতেই শুরু আবারও জল্পনা।
নতুন সোফা, সেডে উঠেছে করণের নয়া নয়া উপহার, সঙ্গে থাকছে করণের নিজের জন্য এক সুন্দর চেয়ার। পাশাপাশি কিছু ছবি, সুন্দর আলোয় সেজে ওঠা এই টক শোয়ের সেটের ভিডিয়ো এবার প্রকাশ্যে। এই ভিডিয়ো দেখা মাত্রই শুরু ট্রোল ঝড়। কেউ লিখলেন, আবার শুরু হবে তুমি কতবার যৌনতায় লিপ্ত, কতবার, কার সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছে, কেউ লিখলেন, আলিয়া ভাটকে প্রচার করার আরও এক প্ল্যাটফর্ম, কারও কথায়, নতুন কিছু নেই, সেই এক করণ, এক স্টার কিড।