Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lara Dutta: ৪০ পেরলেই আর পাত্তা দেয় না ইন্ডাস্ট্রি, দর্শক বলে ‘বুড়ি’: লারা দত্ত

লারা জানিয়েছেন অভিনেত্রীর বয়স বাড়লেই ইন্ডাস্ট্রি সদয় হয় না আর। আভিজাত্যকে সঙ্গী করে বয়স বাড়াকে মানিয়ে নেওয়ার ইচ্ছের মুখে বাধা হয়ে দাঁড়ায় এই ইন্ডাস্ট্রিও।

Lara Dutta: ৪০ পেরলেই আর পাত্তা দেয় না ইন্ডাস্ট্রি, দর্শক বলে 'বুড়ি': লারা দত্ত
লারা দত্ত
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2022 | 3:52 PM

মিস ইউনিভার্স হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন এক সময়। গ্ল্যামার তাঁকে ঘিরে রাখত। সময় থেমে থাকে না। লারা দত্তের বর্তমান বয়স ৪৩। আর এই বয়সের কারণেই নাকি মিস ইউনিভার্সকেও শুনতে হচ্ছে কটাক্ষ। ক্যামেরার সামনে এসে খোলাখুলি এ নিয়ে কথা বললেন তিনি।

লারা জানিয়েছেন অভিনেত্রীর বয়স বাড়লেই ইন্ডাস্ট্রি সদয় হয় না আর। আভিজাত্যকে সঙ্গী করে বয়স বাড়াকে মানিয়ে নেওয়ার ইচ্ছের মুখে বাধা হয়ে দাঁড়ায় এই ইন্ডাস্ট্রিও। কমে যায় পাত্তা দেওয়ার স্বদিচ্ছা। শুধু কি ইন্ডাস্ট্রি? লারা জানিয়েছেন দর্শকের একটা বড় অংশের মুখ থেকেও শুনতে হয় একের পর এক কুৎসিত মন্তব্য। কেউ লেখেন, “আরে ও তো মোটা হয়ে গিয়েছে”। আবার কেউ বা লেখেন, “ও তো বুড়ি”। কাজল থেকে শুরু করে মাধুরী— সবাইকে এই কটাক্ষের শিকার হতে হয় বলে লিখেছেন লারা। যদিও নীনা গুপ্তা, রত্না পাঠক শাহ যেভাবে নিজেদের কাজের মধ্যে দিয়ে আজও প্রমাণ করে চলেছেন তা লারার কাছে অনুপ্রেরণার, বলেছেন তিনি।

৪০-এর পর কাজ করছেন লারা নিজেও। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘বেল বটম’ ছবিতে। দিনের পর দিন কটাক্ষ শুনতে কি তিনি ক্লান্ত। লারা জানিয়েছেন, তাঁর একটি উপকার হয়েছে। তিনি মিস ইউনিভার্স হয়েছিলেন বলেই সব সময় তাঁকে গ্ল্যামারাস দেখতে লাগতেই হবে দর্শকের এ হেন চাহিদার থেকে আজ তিনি মুক্ত। এই মুহূর্তে তিনি যে অন্য ধারার চরিত্রে অভিনয় করতে পারছেন, তাতেই তিনি আনন্দিত।

বেল বটমে লারার অভিনয় প্রশংসিত হয়েছিল। তবে অভিনয়ের থেকেও চর্চা হয়েছিল তাঁর লুক ও তাঁর প্রস্থেটিক মেকআপ নিয়ে। এই মুহূর্তে হাতেও রয়েছে বেশ কয়েকটি কাজ। এদের মধ্যে উল্লেখ্য ‘হিকাপ্স অ্যান্ড হুকাপ্স’, ‘হান্ড্রেড’। ‘কউন বনেগা শিকারওয়াতি’ সহ অন্যান্য।

আরও পড়ুন-  Farhan Akhtar: বাকি মাত্র দুই মাস, দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে ফারহান আখতার?

আরও পড়ুন- Raj-Subhashree: পক্স সারতেই কোভিড আক্রান্ত রাজ, পজেটিভ শুভশ্রীও, এই নিয়ে দ্বিতীয়বার!