OTT: “ওটিটি প্ল্যাটফর্মের কারণে আমাদের মতো অভিনেতাদের নতুন করে চিনছেন দর্শক”, বললেন এই অভিনেত্রী
কেবল তিনি নন, আরও অনেক তারকাই এমনটা মনে করেন এখন।
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ওয়েক আপ সিড’ ছবিতে ডেবিউ করেছিলেন অভিনেত্রী শিখা তালসানিয়া। ওয়েব শো ‘শান্তিত ক্রান্তি’তে তাঁর পারফরম্যান্স সকলের নজর কেড়েছে। অভিনেত্রী শিখা মনে করেন, ওটিটি প্ল্যাটফর্ম তাঁর মতো অভিনেতাদের জন্য অভিনয়ের নতুন দিগন্ত খুলে দিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই কথা বলেছেন শিখা। তাঁকে জিজ্ঞেস করা হয়, এমনিতে শিখার মতো অভিনেত্রীরা খুব একটা জায়গা পান না ছবিতে। তিনি কি মনে করেন, ওটিটি প্ল্যাটফর্ম তাঁদের সেই জায়গা তৈরি করে দিয়েছে? উত্তরে শিখা বলেছেন, “ইন্ডাস্ট্রির প্রত্যেক অভিনেতাই মনে করেন, যদি কাজের পরিধি বেড়ে যায়, তাঁদেরও কাজ করার অপশন বেড়ে যাবে। এটাই শিল্পের অঙ্গ। ওটিটি প্ল্যাটফর্ম আসার কারণে কাজের দিগন্ত অনেকটাই বেড়ে গিয়েছে। আমি বিশ্বাস করি ওটিটি আসার কারণে কাজ পেতে সুবিধে হচ্ছে। কিন্তু আমাদের আরও অনেকটা পথ যেতে হবে।”
View this post on Instagram
শিখা মনে করেন, ওটিটি প্ল্যাটফর্মে নানা ধরনের বিষয় নিয়ে কাজ হচ্ছে। সারা দেশ ও সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কাজ করার সুযোগ আসছে। কেবল শিখা নন, আরও অনেক তারকাই এমনটা মনে করেন এখন। এখন তাঁরা কাজ করতে পারেন অনেক বেশি। বিগত কয়েক বছরে তাঁদের কাজ করার সুযোগ বেড়েছে।
ওটিটি প্ল্যাটফর্মের রমরমার কারণে বহু অভিনেতাকেই দেখা যাচ্ছে নতুন করে, যাঁদের অনেক বছর দেখা যায়নি। লকডাউন যেমন বড় পর্দায় দর্শকের আকর্ষণ একপ্রকার কমিয়ে দিয়েছিল, তেমনই ওটিটি প্ল্যাটফর্মের কারণে বহু অভিনেতাকে নতুন করে আবিষ্কার করছেন দর্শক। সেই তালিকায় আছে মনোজ বাজপেয়ী, জয়দীপ আলাহাওয়াত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারাও।
আরও পড়ুন: Hrithik-Aryan: “শয়তানের চোখে পড়ে গিয়েছ তুুমি”, শুনানির আগে আরিয়ানের উদ্দেশে হৃত্বিকের খোলা চিঠি
আরও পড়ুন: Mumbai Cruise Drug Party: ফের হেফাজত নাকি জামিন? আজ আবারও আদালতে তোলা হবে শাহরুখ-পুত্রকে
আরও পড়ুন: Aryan Khan: গ্রেফতার হওয়ার সময় হাসছিলেন আরিয়ান? ভাইরাল হল ছবি