Pooja Bhatt: পূজা-মহেশের মেয়ে আলিয়া? প্রশ্ন শুনেই বিস্ফোরক অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 13, 2023 | 3:26 PM

Gossip: এমনকি বলিউডে কান পাতলে শোনা যায় আলিয়া ভাট নাকি পূজা ভাট ও মহেশ ভাটের কন্যা। কেরিয়ারের পড়ন্ত বেলায় এসে পূজা ভাট সকল বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না।

Pooja Bhatt: পূজা-মহেশের মেয়ে আলিয়া? প্রশ্ন শুনেই বিস্ফোরক অভিনেত্রী

Follow Us

পূজা ভাট ও মহেশ ভাট বলিউডের এই পিতা কন্যা জুটিকে নিয়ে চর্চা বহুদিনের। একের সঙ্গে অন্যের নাম জড়িয়ে বহুবার বহু অশ্লীল মন্তব্য প্রকাশ্যে এসেছে বি-টাউনের অন্দরমহলে। যদিও তার সূত্রপাত মহেশ ভাট ও পূজা ভাটের হাতেই। একবার মহেশ ভাটকে বলতে শোনা গিয়েছিল ‘পূজা আমার মেয়ে না হলে আমি ওকে বিয়ে করতাম’। অন্যদিকে বাবা মেয়ের ঠোঁটে ঠোঁট রেখে  চুম্বন যখন ম্যাগাজিনের কভার পেজে জায়গা করে নেয়, বিতর্ক তখনও কম হয়নি। এমনকি বলিউডে কান পাতলে শোনা যায় আলিয়া ভাট নাকি পূজা ভাট ও মহেশ ভাটের কন্যা। কেরিয়ারের পড়ন্ত বেলায় এসে পূজা ভাট সকল বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না।

তাই আলিয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন সোজা সাপটা। বললেন, ”এই সব রটনা অসহ্য। এসব তো আমাদের দেশের খুব পুরোনো প্রথা। কারও সম্পর্ক নিয়ে বলা থেকে শুরু করে মেয়ে, ভাই, বৌদি, বোনেদের মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলা হয়। এটা থেকে কীভাবে বেরবেন? এই বিষয়গুলোকে আসকারা দিচ্ছেন গুরুত্ব দিয়ে? এটা অদ্ভুত।”  পূজা ভাট ও মহেশ ভাটের মধ্যে সম্পর্কের সমীকরণ একটা সময় মহেশ ভাটের দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানও পছন্দ করতেন না। যদিও আলিয়ার সঙ্গে দিন দিন গাঢ় হচ্ছে তাঁর দিদি পূজা ভাটের সম্পর্ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেন তাঁরা। আলিয়া ও পূজা এখন একে অন্যের সঙ্গে সমস্ত সুখ দুঃখের কথা ভাগ করে থাকেন। পূজা ভাট সন্তানের মতো আলিয়াকে আগলে রাখেন বলি দাবি করেন। সম্প্রতি বিগ বস এসেছিলেন পূজা ভাট। সেখানে বোল্ড লুকে সকলের সঙ্গে খেলে তাক লাগিয়েছিলেন অভিনেত্রী। বাবা মহেশ ভাট তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছেও গিয়েছিলেন বিগ বস-এর অন্দরমহলে।