Priyanka Chopra: শাহরুখকে ‘খোঁচা’ প্রিয়াঙ্কার? ভক্তদের ধিক্কার, হচ্ছে বিস্তর সমালোচনা

Priyanka Chopra: হঠাৎ করেই বিতর্কের মুখে প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর এক মন্তব্য নিয়ে হচ্ছে তোলপাড়। ভক্তদের একাংশের দাবি, শাহরুখ খানকে অপমান করেছেন প্রিয়াঙ্কা। কী বলেছেন তিনি?

Priyanka Chopra: শাহরুখকে 'খোঁচা' প্রিয়াঙ্কার? ভক্তদের ধিক্কার, হচ্ছে বিস্তর সমালোচনা
শাহরুখ-প্রিয়াঙ্কা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 7:17 PM

হঠাৎ করেই বিতর্কের মুখে প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর এক মন্তব্য নিয়ে হচ্ছে তোলপাড়। ভক্তদের একাংশের দাবি, শাহরুখ খানকে অপমান করেছেন প্রিয়াঙ্কা। কী বলেছেন তিনি? প্রিয়াঙ্কার এক পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাঁর এই হলিউড গমন নিয়ে এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, “হলিউডে অনেক অভিনেতা আসেন, হলিউড তাঁদের অপচয় করে। শাহরুখ যেমন বলেছিলেন, কেন যাব, এখানে (বলিউডে) অনেক ভাল আছি। প্রিয়াঙ্কা, আপনি কীভাবে বলিউডে পসার জমালেন?”

উত্তরে প্রিয়াঙ্কা বলেন, “আমার কাছে এই ভাল থাকাটাই বড্ড বোরিং। আমি অহংকারী নই, আমার নিজের প্রতি বিশ্বাস আছে। যে মুহূর্তে আমি সেটে ঢুকি, আমি জানি আমি কী করছি। আমি অডিশন দিতেও রাজি আছি। কারণ আমি ভাল কাজ করতে আগ্রহী। আমার সাফল্যের বোঝা আমি অন্য দেশে নিয়ে যেতে রাজি নই। আমি আবারও বলছি, আমি একেবারেই অহংকারী নই।” এখানেই না থেমে প্রিয়াঙ্কা আরও যোগ করেন, “আমার কোনও ইগো নেই। আমি ভীষণ পেশাদার। আমার বাবা সেনাবাহিনীতে ছিলেন। তিনি আমাকে শিখিয়েছেন কীভাবে নিয়মানুবর্তী হতে হয়। আমি জানি কী পরিমাণ খেটেছি আমি। মাথা নিচু রেখে কাজ এগিয়ে নিয়ে যেতে চাই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই।”

সাক্ষাৎকারে বারেবারেই অহংকারী শব্দটা ব্যবহার করেছেন প্রিয়াঙ্কা। আর তাতেই শাহরুখ ভক্তদের একটা বড় অংশের মনে হয়েছে আদপে, কিং খানকেই কটাক্ষ করেছেন তিনি। যদিও গোটা সাক্ষাৎকারে কোথাও শাহরুখের নাম নেননি তিনি। শাহরুখ ও প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে কম চর্চা নেই। ইন্ডাস্ট্রির গসিপ বলে, দুজনে নাকি ছবি করতে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন। আর দু’জনের কাছে আসা নাকি একেবারেই ভাল লাগেনি গৌরী খানের। ‘ডন ২’-এ শেষ দেখা গিয়েছে দু’জনকে। আগামী দিনেও একসঙ্গে দেখার সম্ভাবনা খুব একটা নেই বলেই খবর।