ওটিটি প্ল্যাটফর্ম ও নতুন বিষয়বস্তু নিয়ে নানাধরনের ছবি ও ওয়েব সিরিজ় তৈরি করছেন পরিচালক রাম মাধবনী। এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত নাম মাধবনী। কিছুদিন আগে মুক্তি পায় ‘ধামাকা’ ছবিটি। সুস্মিতা সেন অভিনীত ‘আরিয়া টু’ মুক্তির অপেক্ষায়। প্রথম সিজ়ন বেশ জনপ্রিয় হয়। বড় পর্দার জন্য মাধবনী তৈরি করেছেন ‘নীরজা’র মতো ছবিও।
মাধবনীর পরিচালনায় আরিয়া ও নীরজার মতো নারী চরিত্ররা চিরকালই খবরের শিরোনামে থাকে। কিন্তু পরিচালকের বক্তব্য, ইচ্ছা করে এই ধরনের নারী চরিত্র তিনি বাছেন না, যা শিরোনাম তৈরি করবে। “আমি গুরুত্ব দিই ছবি কিংবা ওয়েব সিরিজ়ের গল্পকে। গুরুত্ব দিই চরিত্রের গভীরতাকেও,” বলেছেন পরিচালক।
তিনি এও বলেছেন, “আমার মনে নারী চরিত্র নিয়ে আজকে থেকে নয়, অনেকদিন থেকেই প্রশ্ন আসছে। ‘নীরজা’ একটি নারীকেন্দ্রিক ছবি। ‘আরিয়া’ও নারীকেন্দ্রিক ছবি। তবে ইচ্ছে করে নারীকেন্দ্রিক গল্প বাছি না আমি। গল্প গুরুত্বপূর্ণ বলেই ছবি তৈরি করেছি। ‘আরিয়া’র প্রথম সিজ়নে রয়েছে ধর্ম। অর্থাৎ বলতে চাইছি, পরিবারের প্রতি কর্তব্য, মেয়ে-স্ত্রী-মা হিসেবে তাঁর দায়িত্ব, ইত্যাদি।”
ওটিটি প্ল্যাটফর্ম কি অনেক বেশি নারীকেন্দ্রিক চরিত্র উপহার দিচ্ছে দর্শককে। উত্তরে পরিচালক বলেছেন, “ঠিক বলতে পারব না। তবে এটা বলতে পারি, ওটিটি আসার অনেক আগে থেকে টেলিভিশন নারীকেন্দ্রিক বিষয়বস্তু দেখাতে শুরু করে দিয়েছে। সেটাকে বলা হয় টেলি-নবেলা।”
আরও অনেকের মতো আর মাধবনীও মনে করেন, “কাজের পরিধি অনেকটাই বাড়িয়ে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। নতুন নতুন প্রতিভার জন্ম দিয়েছে।”
আরও পড়ুন: Amitabh-Jaya: জয়ার সঙ্গে হঠাৎই কথাবার্তা বন্ধ করে দিয়েছেন অমিতাভ, তা হলে কি বিচ্ছেদ?