Amitabh-Jaya: জয়ার সঙ্গে হঠাৎই কথাবার্তা বন্ধ করে দিয়েছেন অমিতাভ, তা হলে কি বিচ্ছেদ?

'কেবিসি'তে অমিতাভের পোশাক নিয়েই আলোচনার সূত্রপাত।

Amitabh-Jaya: জয়ার সঙ্গে হঠাৎই কথাবার্তা বন্ধ করে দিয়েছেন অমিতাভ, তা হলে কি বিচ্ছেদ?
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2021 | 8:42 AM

কিছুদিন আগেই ১০০০ এপিসোড পেরিয়েছে অমিতাভ বচ্চনের নন-ফিকশন গেম শো ‘কেবিসি’। ১৩তম সিজ়নে এসেই ১০০০ এপিসোড অতিক্রম করল এই শো। সেই বিশেষ এপিসোডকে বিশেষভাবে পালন করে শো নির্মাতা ও চ্যানেল কর্তৃপক্ষ। বিগ বি-র সঙ্গে হটসিটে খেলতে বসেন তাঁরই কন্যা শ্বেতা বচ্চন ও নাতনি নব্যা নাভেলি নন্দা। মেয়ে-নাতনিকে নিয়ে খেলতে বসলে স্বাভাবিকভাবেই অমিতাভের পারিবারিক কিছু কথা উঠে আসে। উপরি পাওনা, ভিডিয়ো কলে যোগদান করেন জয়া বচ্চন।

জয়া নাকি কেবিসিতে অমিতাভের আউটফিট নিয়ে বাড়িতে আলোচনা করেন খুব। সমালোচনাও করেন সমানতালে। কথায়-কথায় অমিতাভ বলে বসেন, তিনি জয়ার সঙ্গে একেবারেই কথা বলবেন না যদি তিনি অমিতাভের পোশাক নিয়ে আলোচনা করা বন্ধ না করেন। প্রকাশ্য কেবিসিতে তাঁদের এই আলোচনা নিয়ে বিস্তর মজাও হয়েছে।

প্রোমো ভিডিয়োতে শ্বেতা ও নব্যাকে রাজকীয়ভাবে ঢুকতে দেখা যায়। সেই সময় চালানো হয় ‘কভি খুশি কভি গম’-এর টাইটেল ট্র্যাক। শোতে এসেই দাদুকে বাহবা দেন নব্যা। বলেন, তাঁর পোশাক দারুণ। কারণ, বাড়িতে মূলত গাউনই পরে থাকেন অমিতাভ। এই কথা শুনে শ্বেতা বলেন, “মা কিন্তু তোমার পোশাকের সামলোচক।”

এই কথা শুনে নব্যাও চুপ করে থাকেননি। সরাসরি বলে ফেলেন, “দিদার তো তোমার উপর কোনও রংই ভাল লাগে না। বলেন, “আরে, আজ অতটাও ভাল লাগছে না দেখতে।” মেয়ের কথা শুনে শ্বেতা বলেন, “পার্পল।”

তাঁর পোশাক নিয়ে এত আলোচনা, আর সব শুনে চুপ থাকবেন অমিতাভ, তা কী হতে পারে? স্ত্রী জয়াকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, “জয়া নব্যা কি বলছে? আপনার নাকি আমার উপর অনেক রংই পছন্দ হয় না!”

এই কথা শুনে জয়া বলেছেন, “এটা আমি নিজেই আপনাকে বলেছি। একটা তো জানি না, মনে হয় মেরুন-ব্রাউন সুট পরেন। অন্যটা অদ্ভুত বেগুনি রঙের সুট পরেন আপনি।” অমিতাভ বলে বসেন, “কী! আমি যে বেগুনি রঙের সুট পরি সেটা আপনার ভাল লাগে না।” জয়া বলেন, “আপনার উপর ভাল লাগে না।” অমিতাভ রেগে গিয়ে বলেই ফেলন, “যান, আমি আপনার সঙ্গে কথাই বলব না।” জয়া বলেন, “এটা তো ভাল খবর।”

আরও পড়ুন: Srijit-Mithila: মিথিলাকে সঙ্গে নিয়ে নস্ট্যালজিয়ায় ভাসলেন সৃজিত, মনে করলেন বাবা-মাকে