CSK vs RCB Playing XI IPL 2025: বিরাটের জন্য স্পিনের জাল; দু-দলের একাদশেই বদল!
CSK vs RCB Preview: একটু হলেও ভাবনা। আরসিবির কাছে বড় মাথাব্যথা চেন্নাই সুপার কিংসের স্পিন ত্রয়ী অশ্বিন-জাডেজা-নুরের ১২ ওভার। রাচিন রবীন্দ্রও স্পিন করতে পারেন। দেখে নেওয়া যাক, দু-দলের সম্ভাব্য টিম।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ‘ডার্বি’। চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্লাস ক্লাসিকো-ও বলা যায়। টিমের নাম ভুলে যান, দু-দলের দুই সুপারস্টারের জন্য আরও স্পেশাল এই ম্যাচ। এখন আর তাঁরা অধিনায়ক নন, তবে টিমে অবশ্যই লিডার। মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসের মুখ ধোনিই। নেতৃত্বের ব্যাটন গত মরসুমেই ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দিয়েছিলেন। মেন্টর হিসেবে তাঁকে গাইড করে যাচ্ছেন নিয়মিত।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এ বার নতুন ক্যাপ্টেনের নেতৃত্বে খেলছে। ফাফ ডুপ্লেসিকে ছেড়ে দেওয়ার পর মনে হয়েছিল, আবারও নেতৃত্ব নিতে পারেন বিরাট কোহলি। যদিও তা করেননি। ভবিষ্যতের কথা ভেবে রজত পাতিদারকেই দায়িত্ব দেওয়া হয়। কোহলির মত নিয়েই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটাও পরিষ্কার করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। রজত পাতিদারের নেতৃত্বে এ মরসুমে জয় দিয়েই শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
দু-দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। তারপরও আজ চেন্নাই বনাম আরসিবি ম্যাচে দু-দলের কম্বিনেশনেই বদল দেখা যেতে পারে। আরসিবি এ বার সই করিয়েছে অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারকে। ফিটনেসের কারণে প্রথম ম্যাচে পাওয়া যায়নি। এই ম্যাচের আগে চুটিয়ে প্র্যাক্টিস করেছেন। চেন্নাইয়ের মাঠে আরসিবি জার্সিতে অভিষেক হতে পারে ভুবির। আবার স্পিন সহায়ক চিপকে মোহিত রাঠির অপশনেও যেতে পারে আরসিবি।
অন্য দিকে, চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচে দেখা যায়নি মাতিসা পাথিরানাকে। এই ম্যাচে ফিরতে পারেন তিনি। চিপকের স্পিন দুর্গেও সাফল্য দিয়েছেন মাতিসা। এর জন্য অবশ্য স্যাম কারান কিংবা নাথান এলিসকে বসাতে হবে। যা নিয়ে একটু হলেও ভাবনা। আরসিবির কাছে বড় মাথাব্যথা চেন্নাই সুপার কিংসের স্পিন ত্রয়ী অশ্বিন-জাডেজা-নুরের ১২ ওভার। রাচিন রবীন্দ্রও স্পিন করতে পারেন। দেখে নেওয়া যাক, দু-দলের সম্ভাব্য টিম।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠি, দীপক হুডা, শিবম দুবে, স্যাম কারান, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, মাতিসা পাথিরানা, নুর আহমেদ
ইমপ্যাক্ট অপশন-খলিল আহমেদ, সেক্ষেত্রে রাহুল ত্রিপাঠির পরিবর্ত হবেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার, দেবদত্ত পাড়িক্কল/মোহিত রাঠি, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার/স্বপ্নিল সিং, জশ হ্যাজলউড, যশ দয়াল।
ইমপ্যাক্ট অপশন-সূয়াশ শর্মা (দেবদত্ত পাড়িক্কলের পরিবর্তে)





