Brahma Mishra: ‘মির্জাপুর’ ওয়েব সিরিজ়ের প্রয়াত অভিনেতা ব্রহ্মা মিশ্রার ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 03, 2021 | 3:55 PM

তাঁর শেষ পোস্ট করা ইনস্টাগ্রাম ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে ‘ইন দ্য ঘেঁটো’ গানে বন্ধুদের সঙ্গে চুটিয়ে নাচ করছেন অভিনেতা।

Brahma Mishra: ‘মির্জাপুর’ ওয়েব সিরিজ়ের প্রয়াত অভিনেতা ব্রহ্মা মিশ্রার ভিডিয়ো ভাইরাল
ব্রহ্মা মিশ্রা

Follow Us

প্রয়াত অভিনেতা ব্রহ্মা মিশ্র। বৃহস্পতিবার ভারসোভায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতার দেহ। জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘মির্জাপুর’এ ললিতের চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক। প্রিয় অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া। ভক্তদের আবেগ ঘন পোস্টে ভরে উঠেছে তাঁর সোশ্যাল হ্যান্ডেল।

তাঁর শেষ পোস্ট করা ইনস্টাগ্রাম ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে ‘ইন দ্য ঘেঁটো’ গানে বন্ধুদের সঙ্গে চুটিয়ে নাচ করছেন অভিনেতা।

 

 

খবরটি ইনস্টাগ্রামে জানিয়েছেন সিরিজ়ের মুন্না ভাই, অর্থাৎ অভিনেতা দিব্যেন্দু। তিনি লিখেছেন, “রেস্ট ইন পিস ব্রহ্মা মিশ্র। আমাদের ললিত আর নেই। চলুন আমরা সকলে ওর জন্য প্রার্থনা করি।”

কিন্তু কীভাবে ব্রহ্মার মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। কারণ না জানা গেলেও, ইন্ডাস্ট্রির বহু অভিনেতা ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন। অভিনেত্রী শ্রিয়া পিলগাওঁকর ইনস্টাগ্রামে লিখেছেন, “আমার মন ভেঙে গিয়েছে”। মির্জাপুরের নির্মাতা গুরমীত সিং দুঃখ করে বলেছেন, “হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটিয়েছিল ব্রহ্মা। ওকে আমরা সকলেই মিস করব। ভাল থেকো ব্রহ্মা।”

সিরিজ়ের গোলু, অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠীও কমেন্ট সেকশনে দুঃখপ্রকাশ করেছেন ভীষণরকম। সকলের মনেই এখন একটি মাত্র প্রশ্ন – বড় আগে জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায় নিলেন ব্রহ্মা।

কেবল মির্জাপুর নয়, অক্ষয় কুমার অভিনীত ‘কেশরি’ ছবিতেও অভিনয় করেছিলেন ব্রহ্মা। নিয়মিত মুখ ছিলেন বহু হিন্দি ছবির। তিনি অভিনয় করেছিলেন ‘দঙ্গল’, ‘মাঝি – দ্যা মাউন্টেন ম্যান’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘হাওয়াইজ়াদা’ ও ‘হ্যালো চার্লি’র মতো ছবিতেও।

আরও পড়ুন:Abhishek Bachchan: আমায় করুক মেনে নেব, মেয়েকে ট্রোল করলে সহ্য করব না: অভিষেক বচ্চন

আরও পড়ুন:Tathagata-Debleena: স্বামী তথাগতর থেকে আলাদা হয়েছেন, বিষাদ ভুলে কাজেই মন দেবলীনার

আরও পড়ুন:Amit Kumar-Kumar Sanu: “আমি ওঁর রক্ত, তুমি ওঁর ভক্ত, সবাইকে ভস্ম করে দেব”, কেন বললেন কিশোর-পুত্র অমিত কুমার?

Next Article