Salman Controversy: হাতে সিগারেট নিয়ে সেটে সলমন, ছবি লিক হতেই নিলেন BIGG BOSS ছাড়ার সিদ্ধান্ত?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 18, 2023 | 4:45 PM

Bigg Boss: গত কয়েকদিন ধরে এমনই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শোনা যাচ্ছে এই ছবি লিক হয়ে যাওয়ার পরই নাকি শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Salman Controversy: হাতে সিগারেট নিয়ে সেটে সলমন, ছবি লিক হতেই নিলেন BIGG BOSS ছাড়ার সিদ্ধান্ত?

Follow Us

কয়েকদিন ধরেই সলমন খানকে নিয়ে বিতর্ক তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল বিগ বস ওটিটি-র সেট থেকে ছবি। হাতে সিগারেট নিয়ে সেটে দেখা গিয়েছিল সলমন খানকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়। লিক হয়ে যাওয়া এই ছবি নিয়ে তোলপাড় হয় নেট দুনিয়া। সলমন খানকে নিয়ে কটাক্ষের ঝড় ওঠে রাতারাতি। যদিও এই প্রসঙ্গে তিনি মুখ খোলেননি। ছবি যে তাঁরই তা নিয়ে হাজার একটা খবরও হয়। খবরের শিরোনামে এই প্রসঙ্গে ভাইজানের নাম ওঠায় সমালোচনা বাড়ে উত্তরোত্তর। যদিও সলমন মুখে এঁটেছেন কুপুল। তবে তিনি কি লজ্জায় এবার শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন?

গত কয়েকদিন ধরে এমনই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শোনা যাচ্ছে এই ছবি লিক হয়ে যাওয়ার পরই নাকি শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই খবর কি আদপে সত্যি? না, সূত্রের খবর এমন কোনও সিদ্ধান্ত নেননি সলমন খান। তিনি এই শো ছাড়ছেন না। বিগ বস শোয়ের প্রাণকেন্দ্রই সলমন খান। মোটা টাকা পারিশ্রমিক দিয়ে সলমন খানকে এই শোয়ে রেখেছে, যার ফলে তাঁকে ছাড়া এই শো এক কথায় অচল।

কয়েক বছর আগে এমন এক সিদ্ধান্ত নিয়েছিলেন সলমন খান। তবে সেবার পারিশ্রমিক বহুগুন বাড়িয়ে দেওয়া হয় ভাইজানকে আটকে রাখার জন্য। সব মিলিয়ে সলমন খান এখন এই শোয়ের কাজ নিয়ে ব্যস্ত। কয়েক সপ্তাহ আগেই দিয়েছিলেন খবর, ২ সপ্তাহ বেড়ে যাচ্ছে এই শোয়ের মেয়াদ। তাই মন খারাপের কোনও কারণ নেই, পরবর্তী এপিসোডেই দেখা হবে আবারও ভাইজানের সঙ্গে।

 

Next Article