Sara-Shubman: বিশ্বকাপের মাঝেই শুভমনের সব সত্যি বলে দিলেন সারা, ‘কীভাবে পারলেন’? 

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 06, 2023 | 12:21 PM

Sara-Shubman: 'এমনটা না-ই করতে পারতেন সারা আলি খান', 'সবটা নাই বলতে পারতেন', 'দেশের জন্য খেলতে গিয়েছে ছেলেটা, এখন এই নিয়ে মন্তব্য মানে ওর মনোযোগে ব্যাঘাত ঘটান'-- গতকাল রাত থেকেই সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমনই সব মন্তব্য। ভিডিয়োটি সারা আলি খানের।

Sara-Shubman: বিশ্বকাপের মাঝেই শুভমনের সব সত্যি বলে দিলেন সারা, কীভাবে পারলেন? 
শুভমন-সারা।

Follow Us

‘এমনটা না-ই করতে পারতেন সারা আলি খান’, ‘সবটা নাই বলতে পারতেন’, ‘দেশের জন্য খেলতে গিয়েছে ছেলেটা, এখন এই নিয়ে মন্তব্য মানে ওর মনোযোগে ব্যাঘাত ঘটান’– গতকাল রাত থেকেই সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমনই সব মন্তব্য। ভিডিয়োটি সারা আলি খানের। করণ জোহরের চ্যাট শো ‘কফি উইদ করণ’-এ এসে ‘রিউমারড প্রেমিক’ তথা ভারতীয় ক্রিকেটার শুভমন গিলকে নিয়ে এমন কিছু মন্তব্য করে ফেলেছেন তিনি, যা শুনে হতবাক হয়ে গিয়েছেন তামাম দর্শক। করণ তাঁকে সরাসরি প্রশ্ন করেন, তিনি শুভমন গিলকে ডেট করছেন কিনা? উত্তরে সারা বলেন “সবাই তো ভুল সারাকে নিয়ে পড়ে আছে। এই সারা দুনিয়া ভুল সারার কথা ভেবে যাচ্ছে।”

নিজের উপর দায় সরিয়ে নিয়েছেন সারা আলি খান। একসঙ্গে পরোক্ষে বলেও দিয়েছেন শুভমন যাকে ডেট করছেন তিনি সারা হলেও সারা আলি খান নয়। তাহলে কে? সারা আলি খানের সঙ্গে নাম জড়ানোর পাশাপাশি আরও এক সারার সঙ্গে শুভমনর সম্পর্ক নিয়ে বাইশ গজ ও সেলুলয়েড বেশ চর্চা রয়েছে। চর্চা রয়েছে ভক্তমহলেও। তিনি সারা তেন্ডুলকর– সচিন তেন্ডুলকরের একমাত্র মেয়ে। এমনকি গুগলে শুভমন গিলের স্ত্রী হিসেব সার্চ করলেও দেখায় সারা তেন্ডুলকরের নাম। নিজেরা সম্পর্কের কথা স্বীকার না করলেও এবার সারাকে নিয়ে হাটে হাঁড়ি ভেঙে দিলেন সারা তেন্ডুলকর। আর এতেই চটেছেন শুভমনের ভক্তরা। তাঁদের বক্তব্য একটাই, “এখনই এই সব নিয়ে মন্তব্য করা সারার উচিৎ হয়নি। বিশ্বকাপ চলছে। এই ভিডিয়ো যদি কোনও ভাবে তিনি দেখতে পান, তবে তাঁর মনঃসংযোগে ব্যাঘাত ঘটতে পারে।” তাঁদের প্রশ্ন, ‘নিজেকে নিরাপদ জায়গায় রাখতে গিয়ে অন্যের সম্মতি না নিয়ে তাঁদের ব্যক্তিগত সম্পর্কের কথা সকলের সামনে বলে দেওয়া কতটা সঠিক কাজ?”

সে যাই হোক, ডেঙ্গু থেকে সাত দিনের মধ্যে সেরে চলতি বিশ্বকাপে মোটের উপর ভাল পারফর্মই করছেন শুভমন। সম্প্রতি তাঁর খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন সারা তেন্ডুলকরও। সেঞ্চুরি করার কিছু রান আগে আউট হয়ে যাওয়ায় বিমর্ষ হয়ে পড়তে দেখা যায় তাঁকে। সারার সেই মুখ নিয়ে কম মিম বার হয়নি সামাজিক মাধ্যমে।

Next Article