কফি উইথ করণ মানেই জল্পনার আঁতুর ঘর। সেখান থেকে গসিপ জন্ম নেবে না তা কি হয়? একাধিকবার এই মর্মে ট্রোল্ড হতেও দেখা গিয়েছে টক শো সঞ্চালক করণ জোহরকে। যদিও ট্রোলিংকে যে তিনি যথেষ্ট সাহসিকতার সঙ্গেই গ্রহণ করেছেন, তার প্রমাণ একাধিকবার মিলেছে চলতি সিজ়নের প্রোমোতে। ঝড়ের গতিতে যা ভাইরাল হয়েছে নেট দুনিয়ার পাতায়। এবার সেই শোয়ের কেন্দ্রে অন্য গুঞ্জন। সাধারণত সারা আলি খান ও জাহ্নবী কাপুর বলিউডের অন্যতম বেস্টি বলেই দর্শকেরা জানতেন। তবে এবার সেই সমীকরণে কি কোনও ফাঁক দেখা গিয়েছে? কারণ এবার করণের শোয়ে দেখা গেল সারা আলি খান ও অনন্যা পাণ্ডে। নানা গল্পের মাঝে অনন্যা এবার এ কী বলে বসলেন?
করণ জোহর সারা আলি খানকে প্রশ্ন করলেন, “এমন কী অন্যন্যার আছে যা তোমার কাছে নেই?” বিন্দু মাত্র সময় না নিয়ে তিনি উত্তর দিয়ে বসলেন, একজন নাইট ম্যানেজার। যা শুনে রীতিমত মুখে চমক খেলে গেল অনন্যা পাণ্ডের। তিনি মুহূর্তে নিজের নাম বলে বসলেন অনন্যা কয় কাপুর…। নিজের কানকে যেন দর্শকেরা বিশ্বাস করতে পারলেন না। সদ্য মুক্তি পেয়েছে কফি উইথ করণে-এর নতুন প্রোমো, সেখানেই এই ঝলক মিলল। যা দেখা মাত্রই অবাক নেট দুনিয়া। তবে কী গোপনে বিয়ে করে ফেলেছেন তিনি? হঠাৎ কেন নিজের নামের পদবী বদলে ফেললেন অভিনেত্রী?
যদিও ভাল করে লক্ষ্য করলে বোঝাই যাচ্ছে যে বিষয়টা নেহাতই মজার ছলে বলেছেন অনন্যা পাণ্ডে। যদিও তাঁদের সম্পর্কের খবর কারও অজানা নয়। আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের সম্পর্ক এখন ওপেন সিক্রেট। তাঁদের এক সঙ্গে মাঝে মধ্যেই ফ্রেমবন্দি হতে দেখা যায়।