বাবরের ঠাকুমার চরিত্রে শাবানা আজমি; উর্দু ভাষায় রপ্ত করেছেন সংলাপ

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 21, 2021 | 8:41 AM

Shabana Azmi: চরিত্রটি যে বেশ গুরুগম্ভীর তা শাবানার লুক দেখলেই বোঝা যায়। বাবরের মেন্টর ছিলেন তাঁর ঠাকুমাই।

বাবরের ঠাকুমার চরিত্রে শাবানা আজমি; উর্দু ভাষায় রপ্ত করেছেন সংলাপ

Follow Us

অখণ্ড ভারতে মুগল সাম্রাজ্যের জন্ম দিয়েছেন বাবর। সেই ইতিহাস স্কুলের বইতেই আমরা পড়েছি। বাবরের জীবন এবার ওয়েব সিরিজের বিষয়। ২৭ অগাস্ট একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘দ্য় এম্পায়ার’।

ওয়েব সিরিজে বাবরের চরিত্রে অভিনয় করেছেন কুণাল কাপুর। তাঁকে দেখা যাবে এক অন্য লুকে। রয়েছেন ডিনো মোরিয়া, দ্রাষ্টি ধামি, আদিত্য শীলের মতো অভিনেতারা। আর আছেন শাবানা আজমি। বাবরের জীবনে তাঁর ঠাকুমার ভূমিকা অনেকখানি? দেখানো হবে সিরিজে। সেই চরিত্রেই অভিনয় করেছেন শাবানা। বাবরের ঠাকুমা আইসান দৌলত বেগমের চরিত্রে।

চরিত্রটি যে বেশ গুরুগম্ভীর তা শাবানার লুক দেখলেই বোঝা যায়। বাবরের মেন্টর ছিলেন তাঁর ঠাকুমা। বাবরকে অনেক কিছু শিখিয়েছিলেন। এ রকম একটি কঠিন চরিত্রে অভিনয় করার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন শাবানা। এক সম্রাটকে নিজের হাতে তৈরি করেছিলেন আইসান। এমন এক সম্রাট, যিনি দেশের ভবিষ্যৎ গড়ে তোলেন।

 

‘দ্য় এম্পায়ার’ শাবানার প্রথম ওয়েব সিরিজ। সিরিজ সম্পর্কে শাবানা বলেন, “এটি আমার প্রথম ওয়েব সিরিজ। ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। অ্যালেক্স রুথারফোর্ডের ইতিহাসের বই থেকে তৈরি হয়েছে সিরিজের গল্প। আমি চিরকালই একটি ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। আইসান দৌলত বেগমের চরিত্রটি খুব ইন্টারেস্টিং। অধিকাংশ ক্ষেত্রেই কোনও পুরুষ মেন্টর রাজা-মহারাজাকে তৈরি করেন। কিন্তু বাবরের বেলায় হয়েছিল উলটো। এক নারী গড়ে তুলেছিলেন তাঁকে। এবং তিনি তাঁর নিজের ঠাকুমা। এই বিষয়টাই আমার সবচেয়ে ভাল লেগেছে। আমার উর্দু ভাষা চিরকালই খুব প্রিয়। সিরিজে সেই ভাষায় সংলাপও বলেছি।”

সিরিজের জন্য প্রত্যেকটি সংলাপ আত্মস্থ করেন শাবানা। তুখোড় অভিনেত্রী বলেন, “এমনভাবে সংলাপ বলেছি, মনে হয়েছে বাবরের ঠাকুমাই কথা বলছেন। মুগলদের মতো সংলাপ বলার সময় অনেক অভিনেতা মুগলদের মতো কণ্ঠ করে নেন। কিন্তু এই নিয়ম ঠিক নয়।”

আরও পড়ুননাটকের দল খুুললেন ‘রসগোল্লা’র ক্ষীরোদমণি অবন্তিকা; নাম দিলেন ‘ইচ্ছে’

Next Article