Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan Secret: ৫৮ বছর বয়সে এসে স্বপ্নপূরণ, কার হাত ধরে ব়্যাম্পে হেঁটে ধন্য কিং খান

Shah Rukh Khan: বারবার যখন শাহরুখ খানকে প্রশ্ন করা হতো, কবে সুহানা খান কিংবা আরিয়ান ছবির জগতে পা রাখতে চলেছেন, তখনই শাহরুখ খান জানিয়েছিলেন, আগে পড়াশুনা শেষ হবে, তারপর তাঁদের কেরিয়ার তৈরির চিন্তা। এখন তাঁরা বিদেশ থেকে ফিরে তাই বলিউডের অন্দরমহলে পা রাখলেন। 

Shah Rukh Khan Secret: ৫৮ বছর বয়সে এসে স্বপ্নপূরণ, কার হাত ধরে ব়্যাম্পে হেঁটে ধন্য কিং খান
শাহরুখ প্রশ্ন করে বসেন, আমি কোথায় এভাবে সংলাপ বলেছি? আমার তো মনে পড়ে না। পরিস্থিতি জটিল হতেই শাহরুখ সবাইকে হাসিয়ে বলেন তিনি মজা করছিলেন। তবে দর্শকদের মত, তিনি যা বলেছেন, সবটাই মন থেকে।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 4:31 PM

শাহরুখ খান, বয়স তাঁর ৫৮, তিন সপ্তানের বাবা। কিন্তু আজও শাহরুখ খানকে একটু কাছ দেখে দেখার স্বপ্ন বহু নারীর মনে তরতাজা। আজও তিনি স্বপ্নের রাজপুত্র। জীবনে বহু অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। বিতর্কেও জড়িয়েছেন বেশ কয়েকবার। কিন্তু তাঁর স্বপ্নে এমন কে থাকতে পারে, যাঁর সঙ্গে ব়্যাম্পে হাঁটার স্বপ্ন পূরণ করতে হল দীর্ঘ অপেক্ষার পর। বয়স এখন ৫৮, এই বয়সে এসে শাহরুখের স্বপ্নপূরণ করলেন কে জানেন? নাহ, অন্য কোনও নারী, কিংবা তাঁর স্ত্রী নন, বরং তাঁর মেয়ে সুহানা। সুহানা খানের পাশে দাঁড়িয়ে এবার গর্বিত বাবা শাহরুখ খান। বারবার যখন শাহরুখ খানকে প্রশ্ন করা হতো, কবে সুহানা খান কিংবা আরিয়ান ছবির জগতে পা রাখতে চলেছেন, তখনই শাহরুখ খান জানিয়েছিলেন, আগে পড়াশুনা শেষ হবে, তারপর তাঁদের কেরিয়ার তৈরির চিন্তা। এখন তাঁরা বিদেশ থেকে ফিরে তাই বলিউডের অন্দরমহলে পা রাখলেন।

মুক্তি পেল দ্য আর্চিজ। শাহরুখ খানের মেয়ের প্রথম কাজ। আর তারই প্রিমিয়ারে নেমেছিল তারকাদের ঢল। বলিউডের বাঘাবাঘা সেলেবরা এসেছিলেন একগুচ্ছ স্টারকিডকে শুভেচ্ছা জানাতে। শাহরুখ খান পরিবারের সকলকে নিয়ে প্রিমিয়ারে ছিলেন উপস্থিত। সেখানেই লাল গ্রাউনে দেখা যায় সুহানাকে। মেয়ের হাত ধরে রেডকার্পেটে হাঁটলেন শাহরুখ খান। জানালেন, এই মুহূর্ততা বহু আগে থেকেই পরিকল্পিত ছিল। সেই স্বপ্ন অবশেষে পূরণ হল। সুহানা খানের ঝুলিতে এখন একগুচ্ছ ছবি। সুহানাকে নিয়ে এখন একবুক স্বপ্ন দেখছেন শাহরুখ খান। স্বপ্ন দেখছেন শাহরুখ ভক্তরা। তবে শাহরুখ খান একটা বিষয় ভীষণ সচেতন, তাঁর সন্তানদের কাজ বাছাইয়ে যেন কোনও ভুল না হয়ে যায়। এক সাক্ষাৎকারে কিং খান বলেছিলেন, তিনি এই বিষয় সর্বদাই সতর্ক করে থাকেন।