শেহনাজ় গিল, বিগ বস রিয়্যালিটি শোয়ের ঘর থেকে যাঁর পরিচিতি। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে যাঁর জুটি দর্শকমহলে ভাইরাল হয়েছিল। তবে আকষ্মিক সিদ্ধার্থের চলে যাওয়া যেন মেনে নিতে পারছিলেন না কেউই। এমন সময় শেহনাজ় গিলের পক্ষে ঘুড়ে দাঁড়ানো, কেরিয়ারে নতুন করে পদক্ষেপ করা, খুব একটা সহজ ছিল না। বেশ কিছু দিন একাকিত্বের সঙ্গে লড়াই করে অবশেষে শেহনাজ স্থির করেছিলেন তিনি ফিরবেন ইন্ডাস্ট্রিতে। ছবির প্রস্তাবও পেয়ে যান সলমন খানের কাছ থেকে। সকলের নয়নের মণি হয়ে ওঠেন শেহনাজ গিল। তাঁর সহজ সরল কথোপকথন থেকে শুরু করে, পোশাক ফ্যাশন, সবটাই সকলের ভীষণ পছন্দের ছিল। কিন্তু হঠাৎ এমন কী হল, যা নিয়ে রীতিমত চর্চার কেন্দ্রে জায়গা করে নিলেন শেহনাজ?
সম্প্রতি ভাইরাল হল তাঁর একটি ভিডিয়ো। যেখানে খোলামেলা পোশাক পরে প্রকাশ্যে এলেন তিনি। উন্মুক্ত পিঠ, পোশাক যেন গায়ের সঙ্গে লেপটে রয়েছে। ডিপ নেকলাইনে ভাইরাল হলেন তিনি। অতীতে এই ধরনের পোশাকে দেখা যায়নি শেহনাজ গিলকে। তাই নেটপাড়ার একশ্রেণী এক প্রকার রে-রে করে উঠল শেহনাজকে দেখে। কেউ বললেন, বলিউডের হাওয়া লেগে গিয়েছে, কেউ আবার বললেন, উরফি জাভেদ পরলে দোষের, আর শেহনাজ পরলে?
অনেকেই যে শেহনাজের এই পোশাক খুব একটা ভাল চোখে নেননি তা ভিডিয়োর কমেন্ট বক্সে চোখ রাখলেই বোঝা যাবে। যদিও অতীতে শেগনাজ গিল একাধিকবার জানিয়েছিলেন, কে কী বলছেন, তা নিয়ে খুব একটা ভাবিত নন শেহনাজ। কারণ অতীতে তিনি একাধিকবার এমন পরিস্থিতির মুখে পড়েছিলেন। তাই এখন কেবল সামনের দিকে তাকাতে চান নাজ। তাঁর কথায়, ”সলমন খানের একটা ছবি পেয়ে গিয়েছি মানে পর পর ছবি পাব এমন নয়, এটা শুরু হতে পারে, পরবর্তী লড়াইটা অনেক কঠিন।”